স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ নভেম্বর : রাজ্যের দৃষ্টিহীনরা শিক্ষা ও কর্মসংস্থান সহ বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা নিয়ে বঞ্চনার শিকার হচ্ছে। বিভিন্ন সময় তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে সমস্যার সমাধান করার জন্য আলোচনা করতে চেয়েছেন। কিন্তু দেখা করার সুযোগ পায়নি। রবিবার অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন চতুর্দশী ত্রি-বার্ষিকী রাজ্য সম্মেলনে এই কথা বলেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন।
তিনি জানান রাজ্য সম্মেলনে অংশ নিয়ে তাদের কাছ থেকে এই কথা জানতে পেরে তিনি অত্যন্ত আহত হয়েছেন। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তাঁর একটাই অনুরোধ অবিলম্বে যাতে তাদের দেখা করার সুযোগ দেন বর্তমান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বিশেষ করে তাদের যে সমস্ত সমস্যা রয়েছে, সেইগুলি যাতে দ্রুত সমাধানের উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী। এদিনের আয়োজিত সম্মেলন থেকে দৃষ্টিহীনরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন।