Friday, December 6, 2024
বাড়িরাজ্যগ্ৰেড পে বঞ্চনার দাবিতে সরব হলেন বিজ্ঞান শিক্ষকদের সংগঠন

গ্ৰেড পে বঞ্চনার দাবিতে সরব হলেন বিজ্ঞান শিক্ষকদের সংগঠন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ নভেম্বর :  গ্ৰেড পে বঞ্চনার দাবিতে সরব হলেন বিশালগড় ইউনিটের অধীন বিজ্ঞান শিক্ষক এসোসিয়েশন। রবিবার বিশালগড় নামার বাজার তরুণ সংঘ ক্লাবের হল ঘরে সাংবাদিক সম্মেলন করে বিষয়গুলো তুলে ধরেন ২০১২ সালের  বিজ্ঞান শিক্ষক এসোসিয়েশনের রাজ্য কমিটির সদস্য অমিত রায়। তিনি বলেন, ২০১৭ সালে বিগত বামফ্রন্ট সরকার পে এন্ড পেনশন রিভিশন কমিটি সুপারিশ করে পে রিভিউ করেছিল। যার ফলে সমস্ত ধরনের স্নাতক স্তরের বিজ্ঞান শিক্ষক ও অস্নাতক স্তরের শিক্ষক স্নাতকোত্তর স্তরের শিক্ষক এমনকি অশিক্ষক কর্মচারীরা পর্যন্ত বঞ্চিত হচ্ছে গ্ৰেড পে থেকে।

বামফ্রন্ট সরকারে এ সি  পি তে গ্ৰেড পে স্থির করে দেওয়ায় এখন শুধু বিজ্ঞান শিক্ষক নয় সমস্ত স্তরের শিক্ষকদের গ্ৰেড পে স্থির হয়ে আছে। যার ফলে বঞ্চিত হচ্ছেন তারা। বর্তমান সরকারের কাছে বিশালগড় বিভাগের অধীন স্নাতক স্তরের বিজ্ঞান শিক্ষক এসোসিয়েশনের দাবি যাতে করে বর্তমান সরকার এই নীতি পরিবর্তন করে তাহলে উপকৃত হবে শিক্ষকরা। তাদের গ্ৰেড পে আর স্থির থাকবে না বলে জানান। আরো বলেন, বিশালগড় ইউনিটের অধীন স্নাতক স্তরের বিজ্ঞান শিক্ষক এসোসিয়েশন আগামী পাঁচ বছর রাজ্যের সমস্ত সরকারি স্কুলগুলোতে একটি করে বটগাছ লাগাবে এবং সেগুলো রক্ষণাবেক্ষণ করে যত্ন করে বড় করে তুলবে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন বিশালগড় ইউনিটের বিজ্ঞান শিক্ষক এসোসিয়েশনের সভাপতি হারাধন দেবনাথ এবং সম্পাদক উত্তম দেবনাথ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য