Thursday, December 5, 2024
বাড়িরাজ্যমুখ্যমন্ত্রীর বাস ভবন ঘেরাও করে বিক্ষোভে সামিল টেট উত্তীর্ণরা

মুখ্যমন্ত্রীর বাস ভবন ঘেরাও করে বিক্ষোভে সামিল টেট উত্তীর্ণরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ নভেম্বর :  রবিবার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা যখন এগিয়ে চলো ক্লাব প্রাঙ্গণে এক অনুষ্ঠানে ব্যস্ত তখন মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করল ২০২২ সালের টেট উত্তীর্ণরা। টেট পরীক্ষায় উত্তীর্ণ চাকুরি প্রত্যাশীরা জানায় ২০২২ সালের ডিসেম্বর মাসে টেট পরীক্ষা হয়েছিল। পরীক্ষায় বসেছিল প্রায় ৪০ হাজার চাকুরি প্রত্যাশী। কিন্তু টেট পরীক্ষায় পাশ করেছে মাত্র ৩৬১ জন। যথারীতি তাদেরকে সার্টিফিকেটও দেওয়া হয়েছে।

 কিন্তু বর্তমানে তাদেরকে নিয়োগ করা হচ্ছে না। চাকুরিতে নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে তারা দাবি জানিয়ে আসছে। কাজের কাজ কিছুই হচ্ছে না। তারা বহুবার মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার প্রচেষ্টা করেও তারা ব্যর্থ হয়। মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য বহুবার তারা আবেদন জানিয়েছে। কিন্তু তাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে না। তাই বাধ্য হয়ে এইদিন তারা মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করেছে। সব আশ্চর্যের বিষয় হল গত দুবছরে মুখ্যমন্ত্রীর সাথে তারা দেখা করার জন্য বহু চেষ্টাও করেছে বলে জানান। কিন্তু মুখ্যমন্ত্রী তাদের দেখা করার সুযোগ দেয়নি। রাজ্যের ব্লগার এবং ইউটিউবারদের সাথে দেখা করার জন্য মুখ্যমন্ত্রীর সময় আছে, প্রতিদিন সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করারও সময় আছে মুখ্যমন্ত্রীর। কিন্তু টেট পরীক্ষায় উত্তীর্ণ বেকারদের সাথে দেখা করার সময় হয় না মুখ্যমন্ত্রীর। বিভিন্ন অজুহাত দেখিয়ে তাদের নিয়োগ না করে বছরে পর বছর এভাবেই কাটিয়ে দেওয়া হচ্ছে। এবং তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর এখন পর্যন্ত কোন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেননি। টেট উত্তীর্ণ হয়ে কি আমরা অপরাধ করেছি? তাহলে বিষ দিয়ে দিক! এভাবেই ক্ষোভ প্রকাশ করেছেন এদিন। টেট উত্তীর্ণ চাকুরি প্রত্যাশীরা মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও-র সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পূর্ব আগরতলা থানার পুলিশ। শেষ পর্যন্ত পুলিশ টেট উত্তীর্ণ চাকুরি প্রত্যাশীদের গ্রেপ্তার করে অস্থায়ী ডিটেনশন ক্যাম্পে নিয়ে যায়। পরে তাদেরকে বিনা শর্তে মুক্তি দেওয়া হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য