স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ নভেম্বর : অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জেলা সংযোজক শুভজিৎ রায় ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিশালগড় নগর শাখার সম্পাদক তমাল ভৌমিকের উপর উপর আক্রমণ কারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিশালগড় থানা ঘেরাও করলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রীরা। শুক্রবার বিকেলে দীর্ঘক্ষণ চলে থানা ঘেরাও। থানার মূল ফটকের সামনে বসে থানা থেকে কর্তব্য পালন করতে কোনো গাড়ি বের হতে দেয়া নি ছাত্রছাত্রীরা।
তাদের দাবি আগে দ্রুত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করতে হবে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জেলা সংযোজক শুভজিৎ রায় বলেন, গত ২০ নভেম্বর এভিবিপি দুজন কর্মীর উপর আক্রমণ করেছে দুর্বৃত্তরা। থানায় অভিযোগ জানানোর পরেও এখন পর্যন্ত দুর্বৃত্তরা গ্রেপ্তার হয়নি। আজকে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পর পৌঁছে জানিয়েছেন বিষয়টি তারা তদন্ত করে দেখছেন। যারা এ ধরনের ঘটনা সংগঠিত করেছে তাদের গ্রেপ্তার করা হবে। এমনটাই আশ্বাস পেয়ে বিক্ষোভ প্রত্যাহার করে তারা। আশ্চর্যের বিষয় হলো, এদিন তারা যে স্লোগান দেয় সেই স্লোগান শুনেও রীতিমতো আতকে উঠে থানা চত্বর এলাকা। গদি ছাড়ার স্লোগান দেয় তারা। কিন্তু তাকে গদি ছাড়তে হবে পুলিশকে নাকি অন্য কাউকে এই বিষয়টা নিয়ে রীতিমত ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে সর্বত্র।