Saturday, December 7, 2024
বাড়িরাজ্যমহকুমা শাসকের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামতে চলেছে অটো চালকরা

মহকুমা শাসকের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামতে চলেছে অটো চালকরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ নভেম্বর :  মহকুমা শাসকের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি করলেন সাব্রুমের অটো রিক্সা স্ট্যান্ডের অটো চালকরা। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার সাব্রুমের মহাকুমা শাসক কার্যালয়ে অটো স্ট্যান্ডের শ্রমিকদের ডেকে বৈঠক করেন মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক ও থানার ওসি। অটো চালকদের বলা হয় আগামী ১ ডিসেম্বর থেকে সাব্রুম অটো স্ট্যান্ডে পারমিট বিহীন ব্যাটারি চালিত অটো রিক্সা থাকবে এবং সেখান থেকেই সেগুলি বিভিন্ন রুটে চলাচল করবে। তারপর অটো চালকরা এই সিদ্ধান্তের বিরোধিতা করেন।

সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। কিন্তু মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত সহ অন্যান্য আধিকারিকরা স্পষ্ট জানিয়ে দেন আগামী ১লা ডিসেম্বর থেকে এই আদেশ কার্যকর হবে। এর জন্য সমস্ত রকম প্রশাসনিক সহযোগিতা করা হবে। কারণ অটো স্ট্যান্ডের একটা বড় অংশ খালি পড়ে থাকে। কিন্তু বৈঠকে উপস্থিত অটো স্ট্যান্ডের নেতৃত্বরা মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক সহ প্রশাসনিক কর্মকর্তাদের সরজমিনে অটো স্ট্যান্ডে গিয়ে দেখার অনুরোধ জানান। শুক্রবার সকাল দশটা মহকুমা শাসক ও মহাকুমা পুলিশ আধিকারিক সরজমিনে পরিদর্শনের যাওয়ার সিদ্ধান্ত নেন।

কিন্তু বেলা গড়িয়ে গেলেও আধিকারিকরা যান নি। পরে সাব্রুম অটো স্ট্যান্ডের অটো চালকদের পক্ষ থেকে অটো চালক অজয় সিং সাংবাদিকদের জানান সংশ্লিষ্ট অটো স্ট্যান্ডে খালি জায়গা নেই। পেট্রোল চালিত অটোর সংখ্যা প্রায় ৪০০ থেকে ৪৫০ টি। ফলে ফাকা জায়গা নেই। তার উপর যদি ব্যাটারী চালিত অটো রিক্সা গুলিও এই স্ট্যান্ড থেকেই বিভিন্ন রুটে চলাচল করে তাহলে পেট্রোল চালিত অটো চালকদের ব্যবসার প্রচণ্ড ক্ষতি হবে। তিনি আরো দাবি করেন ব্যাটারি চালিত অটোগুলির কোন পারমিট না থাকা সত্ত্বেও যদি এই অটো স্ট্যান্ড থেকে বিভিন্ন রুটে চলাচল করে তাহলে পেট্রোল চালিত অটো রিক্সা গুলির‌ও পারমিট ব্যবস্থা তুলে দেওয়া হোক। অটো চালকদের পক্ষ থেকে আরো জানানো হয় অবিলম্বে যদি এই সিদ্ধান্ত প্রত্যাহার না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য