Thursday, January 16, 2025
বাড়িরাজ্যগ্রামবাসীর রাস্তায় কেড়ে নিল প্রভাবশালী ব্যক্তি

গ্রামবাসীর রাস্তায় কেড়ে নিল প্রভাবশালী ব্যক্তি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ নভেম্বর :  প্রায় দুইশো পরিবারের মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা নিজের স্বার্থসিদ্ধির জন্য এক প্রভাবশালী ব্যক্তি রাস্তাটিকে কেটে ফেলে দেওয়ায় অসহায় হয়ে গেছেন গোটা গ্রামের মানুষ। বর্তমানে ছোট রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন গ্রামবাসীরা। রাস্তা কেটে দেওয়ায় গ্রামে ছোট বড় কোনো ধরনের গাড়িও প্রবেশ করতে পারছে না। গোটা গ্রামে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ঘটনা কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীন্থ হীরাছড়া এডিসি ভিলেজের চার নং ওয়ার্ডের উরাং কলোনি গ্রামে।

 অভিযোগ, হীরাছড়া এডিসি ভিলেজের চার নং ওয়ার্ডের উরাং কলোনি গ্রামের একশো শতাংশ গ্রামবাসীই উরাং সম্প্রদায়ের। গ্রামে প্রায় দুইশো উরাং সম্প্রদায়ের পরিবারের বসবাস রয়েছে। তারা সবাই চা বাগান শ্রমিক। উরাং কলোনির পাশের হীরাছড়া চা বাগানেই এরা কাজ করে এদের পরিবার লালন পালন করে থাকেন। এই উরাং কলোনি গ্রামের মানুষের যাতায়াতের জন্য গ্রামে একটি মাত্র ইটসলিং রাস্তা ছিল। এই আট ফুট প্রসস্থ রাস্তা দিয়ে গোটা উরাং কলোনির দুইশো পরিবারের মানুষেরা চলাফেরা করতেন এবং আট ফুট প্রসস্থ রাস্তার একপাশে উঁচু পাহাড় ও অন্য পাশে ড্রেন ছিলো। যদিও ড্রেনটি মাটির ছিলো। সেই মাটির ড্রেন দিয়েই জল যেত বলে গ্রামবাসীরা জানান। কিন্তু, বিগত কয়েক মাস পূর্বে স্থানীয় হীরাছড়া চা বাগানের মালিক তার নিজের সুবিধার জন্য গ্রামের কাউকে না জানিয়ে রাতের অন্ধকারে মাটির ড্রেনকে বড় করার জন্য আট ফুট প্রসস্থ রাস্তাকে ড্রজার দিয়ে কেটে দুই ফুট করে দিয়েছে বলে অভিযোগ। এর ফলে গ্রামে তীব্র উত্তেজনা তৈরি হলে উল্টো বাগান মালিক উরাং কলোনি গ্রামের মানুষদের অশ্লীল গালিগালাজ করেন বলে জানান গ্রামবাসীরা। বর্তমানে গ্রামের একমাত্র রাস্তাটি খুব ছোট হয়ে যাওয়ায় এবং ইট সলিং রাস্তার সমস্ত ইট তোলে নিয়ে যাওয়ায় রাস্তা দিয়ে চলাফেরা করা যাচ্ছে না। প্রতিদিন এই রাস্তার উপর দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য