Friday, December 6, 2024
বাড়িরাজ্য১২ জন বাংলাদেশি আটক

১২ জন বাংলাদেশি আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ নভেম্বর :  ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রবেশ করছে বাংলাদেশী অনুপ্রবেশকারী। শুক্রবারও এর ব্যাতিক্রম নয়, এদিন সাত সকালে বি.এস.এফ এবং তেলিয়ামুড়া জি.আর.পি পুলিশের হাতে আটক হয় শিশু, মহিলা, পুরুষ সহ মোট ১২ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। যারা সকলেই বাংলাদেশের উত্তর জালিয়াপাড়া কক্সবাজার এলাকার বাসিন্দা।

 জানা যায়, মোহাম্মদ সিদ্দিক, মনোরা বেগম, আব্দুল আজিজ উল্লাহ্, আজিজুল হক, ওবায়দুল উল্লাহ্, খুন শুন, কূহিনুর আক্তার, সাগরিকা ইয়াসমিন সহ মোট ১২ জন বাংলাদেশী অনুপ্রবেশকারী ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতী জেলার করবুক অথবা শিলাছড়ি সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে তেলিয়ামুড়া রেল স্টেশনে পৌঁছায়। কোন এক স্থানীয় দালালের হাত ধরে তারা প্রবেশ করেছিল। তেলিয়ামুড়া রেল স্টেশনে পৌঁছে রেলে টিকিট কেটে আগরতলা – করিমগঞ্জ গামী রেলে করে পার্শ্ববর্তী রাজ্য আসামে পাড়ি দেওয়ার পথে তেলিয়ামুড়া জি.আর.পি পুলিশ এবং বি.এস.এফ ১০৪ (জি) কোম্পানির গোয়েন্দা কর্মীদের হাতে আটক হয় তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে আসে তারা হায়দ্রাবাদ ও দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তেলিয়ামুড়া রেলস্টেশনে পৌঁছে জি.আর.পি এবং বি.এস.এফ গোয়েন্দা শাখার কর্মীদের বিশেষ তৎপরতায় আটক হয় তারা। বর্তমানে তেলিয়ামুড়া জি.আর.পি থানায় বি.এস.এফ, জি.আর.পি পুলিশ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য