Wednesday, January 22, 2025
বাড়িরাজ্যশিক্ষককে অর্ধনগ্ন করে ঝাড়ু ও জুতো পেটা করার প্রতিবাদে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ...

শিক্ষককে অর্ধনগ্ন করে ঝাড়ু ও জুতো পেটা করার প্রতিবাদে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বিচার চাইলেন কম্পিউটার সংগঠন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ নভেম্বর :  কৃষ্ণপুর স্কুলে শিক্ষক নিগ্রহের ঘটনার নিন্দা জানাল অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ। সংঘের পক্ষ থেকে শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে সংঘের প্রবক্তা শুভঙ্কর রায় জানান, ১৫ নভেম্বর কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষক বিপুল বিশ্বাসকে এক প্রকার অর্ধ নগ্ন করে মারধর করা হয়েছে। এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ।

 কৃষ্ণপুর স্কুলের ঘটনায় যেই দোষী হোক না কেন। আইন হাতে তুলে নেওয়া ঠিক হয় নি। কারণ শিক্ষক সমাজের মেরুদন্ড। এবং সমাজ গড়ার কারিগর। কোন শিক্ষক যদি কোন ধরনের ভুলত্রুটি করে থাকে তাহলে তাকে আইনের হাতে তুলে দিয়ে সুষ্ঠু তদন্ত করা প্রয়োজন। কিন্তু একজন শিক্ষকষি হলেও তাঁর সঙ্গে এ ধরনের ঘটনা সংঘটিত করা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। শুভঙ্কর রায় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দাবি জানান কৃষ্ণপুর স্কুলের ঘটনার সঠিক তদন্ত করে যারা দোষী তাদের কঠোর শাস্তি প্রদান করা হোক। তারা আরো দাবি জানান আক্রান্ত শিক্ষক বিপুল বিশ্বাসকে সামনে এনে সংবাদ মাধ্যমের সামনে ঘটনার বিস্তারিত আলোচনা করার জন্য। একই সাথে স্কুলের প্রধান শিক্ষকের নিরপেক্ষ বক্তব্য সামনে আনার জন্য দাবি করা হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য