Thursday, November 21, 2024
বাড়িরাজ্যমহকুমা শাসক অফিসে প্রবেশ করে সরকারি কর্মীর মাথা ফাটিয়ে দিল যুবক, গ্রেফতার...

মহকুমা শাসক অফিসে প্রবেশ করে সরকারি কর্মীর মাথা ফাটিয়ে দিল যুবক, গ্রেফতার অভিযুক্ত

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ নভেম্বর :  মহকুমা শাসক অফিসে প্রবেশ করে হামলায় রক্তাক্ত লংতরাইভ্যালী মহকুমার ফুড কন্ট্রোলার বৃন্দাবন ত্রিপুরা। তাকে আক্রমণের অভিযোগে আটক ইয়ালোক মোহন ত্রিপুরা। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ছৈলেংটা স্থিত লংতরাইভেলী মহকুমার অফিসে খাদ্য দপ্তরের আধিকারিক বৃন্দাবন ত্রিপুরার কাছে লোক মোহন ত্রিপুরা নামে এক যুবক পারিবারিক রেশন কার্ডের সমস্যার বিষয় নিয়ে জানতে যায়, তখন খাদ্য দপ্তরের আধিকারিক বৃন্দাবন ত্রিপুরা সমস্যার সমাধানের কথা বললেও রেশন কার্ডের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করছিল ইয়ালোক মোহন ত্রিপুরা নামে এই যুবক।

 পরে এক সময় ইয়ালোক মোহন ত্রিপুরা নামে এই যুবকটি খাদ্য দপ্তরের আধিকারিকের সাথে বিতর্কে জড়িয়ে পড়েন। একসময় যুবকটি উত্তেজিত হয়ে খাদ্য দপ্তরের আধিকারিক বৃন্দাবন ত্রিপুরার উপর আক্রমণ চালায়। ঘটনার সময় অফিসের অন্যান্য কর্মীরা ওই যুবকটিকে আটক করে ছৈলেংটা থানার পুলিশের হাতে তুলে দেয়। অভিযুক্ত যুবকের আক্রমণের খাদ্য দপ্তরের আধিকারিক বৃন্দাবন ত্রিপুরা আহত হয় এবং সঙ্গে সঙ্গেই মহকুমা শাসক অফিসের পক্ষ থেকে তাকে হাসপাতালে পাঠানো হয়। এভাবে মহাকুমা শাসক কার্যালয়ে বুকে একজন সরকারি আধিকারিকের উপর আক্রমণের ঘটনায় সকলেই হতবাক। যতদূর জানা গেছে এই ঘটনায় মহকুমা শাসকের পক্ষ থেকে ছৈলেংটা থানায় লিখিতভাবে মামলা দায়ের করা হয়েছে। তবে এই ধরনের ঘটনায় অভিযুক্ত যুবকের  কঠোর শাস্তির দাবি চলছে কর্মীমহল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য