স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ নভেম্বর : খোয়াই মহাদেবটিলা চৌমুনীতে ভয়াবহ যান দুর্ঘটনায় স্বামীর মৃত্যুর পর এবার স্ত্রীর মৃত্যু হয়। ঘটনাটি ঘটে গত ১৫ নভেম্বর। জানা যায়, মহাদেবটিলার দিক থেকে একটি বাইক দিয়ে খোয়াই শহরের দিকে রওনা হয়েছিল বাইক চালক রঞ্জিত দেব। অপর দিক দিয়ে একটি কাঠ বুঝাই গাড়ি এসে বাইকের সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় রঞ্জিত দেবের, গুরুতর আহত হয়েছিলেন রঞ্জিত দেবের স্ত্রী সোমা দাস এবং তার কন্যা দেবশ্রী দাস। আহত দুজনকে উদ্ধার করে সাথে সাথে দমকল কর্মীরা নিয়ে যায় খোয়াই জেলা হাসপাতালে।
সেখান থেকে রেফার করা হয়েছিল জিবি হাসপাতালে। কিন্তু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবার রাতের বেলা ব্যর্থ হয় সোমা দাস। বুধবার সোমা দাসের মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এদিকে আহত দেবশ্রীর পা ভেঙে যাওয়ায় সেও চিকিৎসাধীন। তাদের আত্মীয় পরিজন জানিয়েছেন, ঘাতক গাড়ি চালককে গ্রেফতার করেছে পুলিশ। এখন দেখার বিষয় পুলিশের তদন্তে ঘটনার সম্পর্কে কি বের হয়ে আসে।