স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ নভেম্বর : ২১ শে নভেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে তৃতীয় বার আগরতলা স্বামী বিবেকান্দ ময়দানে হেরিটেজ ফেস্ট ২০২৪ মেলার উদ্বোধন করা হবে। এছাড়াও উপস্থিত থাকবেন যুব বিষয়ক ক্রিড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সাত দিনব্যাপী চলবে মেলা।
মঙ্গলবার আগরতলার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এই কথা জানান যুব বিকাশ কেন্দ্রের সভাপতি দেবাশীষ মজুমদার। তিনি আয়োজিত মেলায় সকলকে উপস্থিত হতে আহ্বান জানিয়েছেন। দিন দিন এই মেলা রাজ্যবাসী কাছে আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠছে। সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। ২৬ টি রাজ্য থেকে ছাত্র-ছাত্রীরা এ মেলায় অংশ নেবে। অপরদিকে চার পাঁচটি দেশ থেকে অংশ নেবে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে সহ সভাপতি পাঞ্চালী দেববর্মা, দেবাশীষ মজুমদার, সম্পাদিকা প্রতিমা দেববর্মা উপস্থিত ছিলেন।