স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ নভেম্বর : ছাত্র-ছাত্রীদের মধ্যে রক্তদানের মানসিকতা তৈরি করতে হবে। যাতে তারা আগামী দিন এই মহৎ কাজ সামাজিক দায়িত্ব হিসেবে মনে করে। মঙ্গলবার রাজধানীর সখীচরণ বিদ্যানিকেতনে এন এস এস কর্তৃক আয়োজিত রক্তদান শিবিরে এ কথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
তিনি বলেন, রক্তদান সবচেয়ে বড় সামাজিক দায়িত্ব। রক্তের বিকল্প হয় না। বিশ্বের বিজ্ঞানীরা বহু চেষ্টা করেও রক্তের বিকল্প তৈরি করতে পারেনি। এবং এ রক্তদানের মাধ্যমে যেমন একজন মুমূর্ষু রোগীকে বাঁচানো যায়, অপরদিকে নিজের শরীরে কোন রোগ থাকলে সেটাও সনাক্ত হয়। তাই রক্তদানের সকলকে এগিয়ে আসা দরকার।
তিনি আরো বলেন, গত কয়েকদিন আগে রক্তদানের সংকট দেখা দিলে মুখ্যমন্ত্রী সকলকে রক্তদানে এগিয়ে আসতে আহ্বান জানান। মুখ্যমন্ত্রী আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা সহ সাধারণ মানুষ রক্তদানে এগিয়ে এসেছে। এর জন্য শুভেচ্ছা জানান মেয়র। এদিন যারা রক্তদানে এগিয়ে এসেছে তাদেরও শুভেচ্ছা জানিয়ে রক্তদান অব্যাহত রাখার জন্য আহ্বান করেন তিনি। রক্তদান শিবিরে স্থানীয় কাউন্সিলর, শিক্ষিক, শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।