স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ নভেম্বর : কাত্যায়নী হিন্দু দেবী দুর্গার একটি বিশেষ রূপ এবং মহাশক্তির অংশবিশেষ। তিনি নবদুর্গা নামে পরিচিত দুর্গার নয়টি বিশিষ্ট রূপের মধ্যে ষষ্ঠ। রবিবার থেকে রাজধানীর দুর্গা বাড়ীতে শুরু হয়েছিল কাত্যায়নী পুজা। মঙ্গলবার হয় তৃতীয় দিবসের পুজা। বুধবার হবে দশমী।
দাপর জুগ থেকে মহারাজ পরিক্ষীৎ কাত্যায়ন ঋষির আদেশে এই পুজা শুরু করেন। তখন থেকেই এই পুজার প্রচলন বলে জানান দুর্গা বাড়ীর প্রধান পুরোহিত জয়ন্ত ভট্টাচার্য। তিনি আরো বলেন, রাজধানীর দুর্গা বাড়ীতে নিয়ম মেনে নিষ্ঠা ভরে চলছে কাত্যায়নী পূজা। পুরোহিত জানান মঙ্গলবার মায়ের উদ্দেশ্যে অন্নভোগ দেওয়া হয়। তারপর সন্ধ্যায় আরতি হবে। বুধবার মায়ের দশমী। বিজয়া দশমীর সকালবেলা প্রথমে মায়ের দর্পণ বিসর্জন হবে। তারপর নারায়ণ লক্ষ্মীনারায়ণ বাড়িতে চলে যাবে। সন্ধ্যায় প্রতিমা নিয়ে রওনা হবে দশমিক ঘাটের উদ্দেশ্যে বলে জানান তিনি। পুজায় ভক্তদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।