স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ নভেম্বর : জমি মাফিয়া ও নিগো মাফিয়ারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে রাজ্যটাকে ছারখার করে দিয়েছে। তাই কংগ্রেস সংহতি পদযাত্রার আয়োজন করেছে। কিন্তু কংগ্রেসের এই পদযাত্রা বানচাল করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে শাসক দল বিজেপি। এর ধিক্কার জানায় কংগ্রেস। শনিবার খয়েরপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে সংহতি পদযাত্রা থেকে এমনটাই অভিযোগ আহ্বান করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। এদিন খায়েরপুর থেকে বনিক্য চৌমুহনী পর্যন্ত এই সংহতি পদযাত্রার আয়োজন করা হয়।
এই পথযাত্রায় প্রদেশ কংগ্রেস সভাপতি বিজেপিকে নিশানা করে আরো বলেন, ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতি নষ্ট করতে চাইছে শাসকগোষ্ঠী। তাদের প্রতিবাদ করতে হবে। তিনি আরো বলেন, রাজ্যে বেকারত্বের জ্বালায় যুবকরা দিশেহারা। যুবকরা রাস্তায় নামছে, মুখ্যমন্ত্রী বাড়ি ঘেরাও করছে, তারপরও সরকার বেকারদের জন্য সদর্থক ভূমিকা গ্রহণ করছে না। অপর দিকে জিনিসপত্রের অগ্নি মূল্য। মানুষ উদ্বিগ্ন। রাজ্য সরকার নিষ্ক্রিয় ভূমিকা পালন করে চলেছে।
এর বিরুদ্ধে রাস্তায় নামা ছাড়া আর কোন উপায় নেই। সকলকে সাথে নিয়ে কংগ্রেস আগামী দিন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে রাস্তায় নামবে বলে জানিয়েছেন তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতি আরো বলেন, দেশটাকে বিভাজন করতে চাইছে তারা। তাই রাহুল গান্ধী জনজাগরণ তৈরি করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। নফরথ কি বাজার মে মহব্বত কি দোকান খোলার আহ্বান করছেন। এদিনের আয়োজিত কর্মসূচিতে সর্বভারতীয় কংগ্রেসের স্থায়ী আমন্ত্রিত সদস্য সুদীপ রায় বর্মন সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব ও কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।