স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ নভেম্বর : শুক্রবার রাতে রাধা কিশোরপুর থানায় পুলিশের কাছে খবর আসে তিনটি গাড়ি দিয়ে বেশ কিছু বহিঃ রাজ্যের সিগারেট বাংলাদেশের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর রাধা কিশোর পুর থানার পুলিশ উদয়পুর খুপিলং রাস্তায় গিয়ে উৎপেতে বসে থাকে। পুলিশ দেখতে পায় তিনটি গাড়ি খুপিলং থেকে উদয়পুরের দিকে আসছে। তাদের গাড়ি গুলো আটক করে পুলিশ।
এর মধ্যে একটি গাড়ি পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। তবে দুইটি গাড়ি আটক করতে পারলে ও গড়ি দুটো নাম্বার গুলো ছিল ভুয়া বলে জানায় পুলিশ। পুলিশ রাতে জানিয়েছে গাড়ি দুটো থেকে বিদেশী সিগারেট ৬৩ টি বক্স ভর্তি সিগারেট বাজেয়াপ্ত করেছে। বাজেয়াপ্ত সিগারেটের মূল্য কয়েক লক্ষ্য টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ। শনিবার পুলিশের হাতে আটক গাড়ি ও চালককে আদালতে তোলা হবে বলে জানায় পুলিশ। তবে পুলিশ জানিয়েছে সিগারেট গুলো মায়েনমার থেকে এসেছে।