Friday, December 6, 2024
বাড়িরাজ্যজনজাতিদের ঘরে ঘরে মোদী গ্যারান্টি ও মানিক সাহার গ্যারান্টি পৌঁছে দেবে সরকার...

জনজাতিদের ঘরে ঘরে মোদী গ্যারান্টি ও মানিক সাহার গ্যারান্টি পৌঁছে দেবে সরকার : কেন্দ্রীয় মন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ নভেম্বর : ১৫ নভেম্বর জনজাতি গৌরব দিবস। এ উপলক্ষে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠান হয়। রবীন্দ্র শত বার্ষিকী ভবনের ভেতর আয়োজিত মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জোতিরাজ সিন্দিয়া, জনজাতি কল্যান মন্ত্রী বিকাশ দেববর্মা, সাংসদ রাজীব ভট্টাচার্য, সাংসদ কৃতি সিং দেববর্মণ, পশ্চিম জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার, জনজাতি কল্যান দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে সহ অন্যান্যরা। অনুষ্ঠানে কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাজ সিন্দিয়া বক্তব্য রেখে বলেন, আজ একটি গুরুত্বপূর্ণ দিন। বীরসা মুন্ডা শুধু জনজাতিদের প্রেরণা নয়। তিনি ভগবানের স্বরূপ। সরস্বতী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। স্বাধীনতার সংগ্রামে বিদেশি শত্রুর বিরুদ্ধে লড়াই করেছেন।

মন্ত্রী আরো বলেন, দেশ স্বাধীন হওয়ার পর আদিবাসী সমাজের বিকাশ হয়নি। কিন্তু ২০১৪ সালে দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দায়িত্ব নেওয়ার পর ইতিহাস তুলে এনেছেন। বীরসা মন্দির যোগ্য সম্মান দেওয়ার জন্য তিনি ১৫ নভেম্বর জনজাতি গৌরব দিবস হিসেবে ঘোষণা করেছেন। আজ গোটা দেশে এই দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন করা হচ্ছে। তিনি বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরেন আদিবাসীদের উন্নয়নের জন্য বর্তমান সরকারের বিভিন্ন কার্যকলাপ। দেশের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মূমু আদিবাসী সমাজের। তাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার রাষ্ট্রপতি করার জন্য সহমত পোষণ করেছেন। এর আগে দেশের কোন প্রধানমন্ত্রী আদিবাসী সমাজের নেই।

 কিন্তু কংগ্রেস এর বিরোধিতা করেছিল। তাদের এই বিরোধিতা আদিবাসী সমাজকে নিচু দেখানোর চেষ্টা ছাড়া আর কিছু নয়। কেন্দ্রীয় মন্ত্রী আরো বলেন, দেশের মুখ্য ধারায় যাতে জনজাতি অংশের মানুষ সামিল হতে পারে তার জন্য শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল এবং ঘর প্রদানের মাধ্যমে সার্বিক বিকাশ করার চেষ্টা চলছে। একই সাথে কৃষি প্রকল্পের আওতায় আনা হয়েছে দেশের জনজাতি কৃষকদের। এই সুযোগ সুবিধা পাচ্ছে ত্রিপুরা রাজ্যের জনজাতীয় অংশের মানুষও। মোদি গ্যারান্টি এবং মানিক সাহেব গ্যারান্টি আগামী দিন ঘরে ঘরে পৌঁছে যাবে বলে অভিমত ব্যক্ত করলেন তিনি। এদিন সকালে রাজধানীতে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভোযাত্রাটি স্বামী বিবেকানন্দ ময়দান থেকে শুরু হয়ে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার সহ অন্যান্যরা। পশ্চিম জেলার জেলা শাসক জানান সমগ্র দেশ জুড়ে এইদিন জনজাতি গৌরব দিবস পালন করা হচ্ছে। ভগবান বিরসা মুণ্ডার জন্মদিন উপলক্ষ্যে জনজাতি গৌরব দিসব পালন করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য