স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ নভেম্বর : প্রশাসনের কড়া মনোভাবের কারণে জামাই আদরে আছে মানব পাচারকারীরা। মানব পাচারকারীদের জালে তুলে পুলিশ প্রশাসন দুর্বল ধারা যুক্ত করে আদালতে তুলছে। যার কারণে এ ধরনের অপকর্ম থেকে কোনভাবেই সরে আসতে পারছে না পাচারকারীরা। রাজধানীর বেলাবর পাল পাড়া থেকে আবারো গ্রেপ্তার এক ভারতীয় মানব পাচারকারী। বিএসএফ ও আমতলি থানার পুলিশের সহযোগিতা নিয়ে তাঁকে গ্রেপ্তার করে আগরতলা জিআরপি থানার পুলিশ। ধৃত মানব পাচারকারির নাম রাজু মিয়া।
আগরতলা জিআরপি থানার ওসি জানান আগরতলা জিআরপি থানায় দায়ের হওয়া একটি মামলার তদন্তে রাজু মিয়ার নাম উঠে আসে। সে বাংলাদেশী নাগরিকদের রাজ্যে অনুপ্রবেশের ক্ষেত্রে সাহায্য করে থাকে। তাই বৃহস্পতিবার রাতে বিএসএফ ও আমতলি থানার পুলিশের সহযোগিতা নিয়ে বেলাবর পাল পাড়া থেকে রাজু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃত রাজু মিয়াকে আদালতে সোপর্দ করে আগরতলা জিআরপি থানার পুলিশ।