স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ নভেম্বর : ১৪ নভেম্বর দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর জন্মজয়ন্তী। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যথাযথ মর্যাদার সাথে দিনটি উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন দিল্লি থেকে জহর বাল মঞ্চের রাজ্য ইনচার্জ মনোজ দত্ত, প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্ব।
এদিন কংগ্রেস ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রাক্তন কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস এবং দলীয় পতাকা উত্তোলন করলেন বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তারপর প্রদেশ কংগ্রেস ভবনের সামনে জহরলাল নেহেরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত নেতৃত্ব ও কর্মী সমর্থক। পরে গান্ধীঘাট এলাকায় গিয়ে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত সকলে। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করার উদ্যোগ নিয়েছে প্রদেশ কংগ্রেস।
একই সাথে শিশুদের নাচ গান সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে স্টুডেন্ট হেলথ হোমে। কারণ দিনটি শিশু দিবস হিসেবে উদযাপন করা হয়। তিনি আরো বলেন আজ দেশে শিশুরা পর্যন্ত সুরক্ষিত নয়। ধর্ষণ, খুন, নির্যাতন সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক ঘটনার শিকার হয়ে চলেছে শিশুরা। রাজ্যর শিশুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য দাবি তুলে সরকারকে বারংবার আহ্বান জানিয়েছে কংগ্রেস। কিন্তু তারপরও শিশুদের সুরক্ষা লক্ষ্য করা যায়নি এ রাজ্যে। বর্তমান সরকার শিশুদের সুরক্ষায় সম্পন্ন উদাসীন। সরকারের কাছে পুনরায় যাবে জানানো হচ্ছে সরকার যাতে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে। তিনি আরো বলেন বর্তমান সরকার, ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইতিহাস মুছে ফেলতে এক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই দেশের শিশুদের নিয়ে একটি ইউনিট তৈরি করার উদ্যোগ নিয়েছে কংগ্রেস। এর মধ্যে দিয়ে ভারতবর্ষের ইতিহাস ও শিল্প, সংস্কৃতি সহ সমস্ত কিছু তুলে ধরা হবে।