Thursday, December 26, 2024
বাড়িবিশ্ব সংবাদগাজায় ইসরায়েলি হামলায় এক মাসে ২০ সহায়তাকর্মী নিহত

গাজায় ইসরায়েলি হামলায় এক মাসে ২০ সহায়তাকর্মী নিহত

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৪ নভেম্বর:  ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় এক মাসে ২০ সহায়তাকর্মী নিহত হয়েছেন। গত ১০ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত নিহতের এসব ঘটনা ঘটেছে।উপত্যকায় মানবিক সহায়তা কার্যক্রমে সম্পৃক্ত দাতব্য সংস্থাগুলোর বরাতে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।নতুন একটি প্রতিবেদনে দাতব্য সংস্থাগুলো বলছে, ইসরায়েলি হামলায় সহায়তাকর্মীরা নিজেদের বাড়িতে ও উদ্বাস্তুদের শরণার্থীশিবিরে কর্মরত অবস্থায় প্রাণ হারিয়েছেন। অনেকে তাঁদের পরিবারের সদস্য ও স্বজনদের হারিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ২০ জনের মধ্যে চারজন অক্সফামের একটি অংশীদার প্রতিষ্ঠানের প্রকৌশলী ও কর্মী ছিলেন। ১৯ অক্টোবর তাঁরা গাজার খান ইউনিস এলাকার পূর্বাঞ্চলের খুজায় পানি অবকাঠামো মেরামতের কাজ করতে যাওয়ার সময় ইসরায়েলি হামলায় নিহত হন।গত বছরের অক্টোবরে গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করে ইসরায়েলি বাহিনী। এর পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৩০০ জনের বেশি সহায়তাকর্মী নিহত হয়েছেন। এ সংখ্যাটি বিশ্বে কোনো একক সংঘাতে সর্বোচ্চ রেকর্ড।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য