স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ নভেম্বর : ১৩ নভেম্বর রাজ্যে ভারতীয় জনতা পার্টির দিশারী শ্যামহরি শর্মার বলিদান দিবস। ভারতীয় জনতা পার্টির প্রথম সারির নেতৃত্ব ছিলেন তিনি। রাজ্যের প্রথম তিনি দুষ্কৃতীদের হাতে প্রয়াত হন। বুধবার রাজধানীর লালবাহাদুর ক্লাব সংলগ্ন এলাকায় তার প্রয়াণ দিবস উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির প্রথম শহীদ শ্যাম হরি শর্মা আজ পূর্ণ তিথি পালন করা হচ্ছে।
১৯৯১ সালে ১৩ নভেম্বর ৬ আগরতলা বিধানসভার উপনির্বাচনে শ্যাম হরি শর্মা প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। সে সময় লাল বাহাদুর চৌমুহনী এলাকায় দুষ্কৃতীরা তাঁর উপর অতর্কিত হামলা করে নৃশংস ভাবে হত্যা করে। পুরোপুরি কংগ্রেস এবং সিপিআইএমের ঘৃন্য ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন বলে জানান তিনি। আরো বলেন, এই শহীদের কারণেই আজ ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যে পরিচালিত হচ্ছে। কারণ কংগ্রেস এবং সিপিআইএম ভেবেছিল শ্যামহরি শর্মাকে রুখে দিতে পারলে বিজেপি রুখে যাবে। তাই শ্যাম হরি শর্মার রক্ত বৃথা যায়নি।
তিনি আরো দাবি করেন বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকারের প্রথম গুরুত্ব হল রাজ্যের আইনশৃঙ্খলা উন্নত করা এবং মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে তা সুনিশ্চিত করা সরকারের প্রাথমিক কাজ। সে দৃষ্টিকোণ থেকে বর্তমান সরকার কাজ করে চলেছে। মানুষ চায় নিরাপত্তা ও উন্নয়ন ত্বরান্বিত হোক। আর এটাই বর্তমান সরকারের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন তিনি।