স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ নভেম্বর : আগরতলা শহরের বুকে এবার চুরির কায়দা বদলেছে। পুলিশকে ঘুমে রেখে চুরির ঘটনার নতুন সংস্করণ হচ্ছে। সিসি ক্যামেরাতে পরোয়া না করে নিত্যদিন এক ফার্মাসি থেকে বিভিন্ন সামগ্রী করতে গিয়ে হাতেনাতে ধরা পরল বহিঃ রাজ্যের এক চোর বলে অভিযোগ। প্রতিদিন পরিষ্কার-পরিচ্ছন্ন শার্ট প্যান্ট পরিধান করে এবং কাঁধে ব্যাগ নিয়ে রাজধানীর কৃষ্ণনগর কদমতলী এলাকায় চুরি করতে আসে এক ব্যক্তি।
প্রতিদিন এসে সে বিভিন্ন সরঞ্জাম ব্যাগে ঢুকিয়ে নিয়ে যায়। গত দুদিন ধরে ফার্মাসির কর্মীরা যখন সামগ্রীর কিছু গোলমিল পায় তখন সিসি ক্যামেরা দেখে এক ব্যক্তি প্রতিদিন ক্রেতা সেজে দোকানে এসে চুরি করছে। তাকে হাতেনাতে ধরার জন্য উৎপেতে বসে থাকে দোকানের কর্মচারীরা। একইভাবে বুধবার সকালে অভিযুক্ত দেখতে দোকানে একই কায়দায় চুরি করতে আসলে তার দিকে নজর রাখে দোকানের অন্যান্য কর্মীরা। তারা লক্ষ্য করতে পারে সে প্রতিদিনের মতো এদিনও দোকান থেকে বিভিন্ন সরঞ্জাম চুরি করছে। তারপর তাকে আটক করা হয়।
খবর দেওয়া হয় পশ্চিম আগরতলা থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে আসলে তার ব্যাগ থেকে বিভিন্ন লোশন, শ্যাম্পু, আয়না সহ অন্যান্য সরঞ্জাম আটক করা হয়। প্রায় ৪৫ হাজার টাকার সামগ্রী চুরি করেছে বলে অভিযোগ স্থানীয়দের। গোটা বিষয়টি এখন তদন্ত সাপেক্ষ। পুলিশ জানায় জানতে পেরেছে অভিযুক্তের বাড়ি উত্তরপ্রদেশে। নিত্যদিন এলাকার বিভিন্ন দোকানপাট থেকে এভাবে চুরি করত বলে তার বিরুদ্ধে অভিযোগ। এখন পুলিশের তদন্তেই বের হবে আসলে সে চোর কিনা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।