স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ নভেম্বর : সোমবার রাতে বাগমা পুলিশ ফাঁড়ির অন্তর্গত বারভাইয়া গ্রাম পঞ্চায়েত অফিসে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার সকাল দশটা নাগাদ বারভাইয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সচিব পঞ্চায়েতে এসে দেখতে পায় অফিস কক্ষের দরজা ভাঙ্গা।
সাথে সাথে তিনি খবর দেন পঞ্চায়েত প্রতিনিধি সহ টেপানিয়া আর ডি ব্লকের বিডিও সহ বাগমা পুলিশ ফাঁড়ির থানায়। পঞ্চায়েত অফিসের চুরির ঘটনার খবর পেয়ে বাগমা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রাথমিক তদন্ত করে আসেন। চোরের দল পঞ্চায়েত অফিসে থাকা একটি জলের মটর সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ।