স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ নভেম্বর : ২০ থেকে ২৫ বছর আগে রাজ্যের পরিবহন দপ্তরের পক্ষ থেকে টি টি এ এ ডি সি -তে যাত্রী শেড দেওয়া হলেও বাস পরিষেবা দেয়নি। এবার টি টি এ এ ডি সি টাটার সাথে সংযুক্ত হয়ে প্রথমবার ৫২ আসনের তিনটি এসসি বাস চালু করেছে। বাসগুলি খুমুলুঙ থেকে পরিষেবা দেবে।
সোমবার টি টি এ এ ডি সি -র সদর দপ্তর খুমুলুঙে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনটি বাসের আনুষ্ঠানিক সূচনা করেন তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। সবুজ পতাকা নেড়ে টি টি এ এ ডি সি ট্রান্সপোর্ট সার্ভিস এক্সপ্রেস বাসগুলির আনুষ্ঠানিক সূচনা করেন। তিনি বলেন, আগামী দিন রাজ্য সরকার সহযোগিতা করলে ১০ থেকে ১২ টি বাস পরিষেবা দিতে পারবে। তাহলে রাজ্যের জনজাতি ছাত্র-ছাত্রী ও যুবক যুবতীদের পড়াশোনা ও কর্মসংস্থানের আরো বেশি সুবিধা হবে। তারা আগামী দিন আরও বেশি এগিয়ে যেতে পারবে। এবার পরিষেবা চালু হওয়ায় জনজাতিদের মধ্যে সোমবার এক বিশেষ উচ্ছাস লক্ষ্য করা গেছে।