Friday, December 6, 2024
বাড়িরাজ্যবাস সার্ভিস চালু করলেন প্রদ্যোত

বাস সার্ভিস চালু করলেন প্রদ্যোত

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ নভেম্বর : ২০ থেকে ২৫ বছর আগে রাজ্যের পরিবহন দপ্তরের পক্ষ থেকে টি টি এ এ ডি সি -তে যাত্রী শেড দেওয়া হলেও বাস পরিষেবা দেয়নি। এবার টি টি এ এ ডি সি টাটার সাথে সংযুক্ত হয়ে প্রথমবার ৫২ আসনের তিনটি এসসি বাস চালু করেছে। বাসগুলি খুমুলুঙ থেকে পরিষেবা দেবে।

সোমবার টি টি এ এ ডি সি -র সদর দপ্তর খুমুলুঙে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনটি বাসের আনুষ্ঠানিক সূচনা করেন তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। সবুজ পতাকা নেড়ে টি টি এ এ ডি সি ট্রান্সপোর্ট সার্ভিস এক্সপ্রেস বাসগুলির আনুষ্ঠানিক সূচনা করেন। তিনি বলেন, আগামী দিন রাজ্য সরকার সহযোগিতা করলে ১০ থেকে ১২ টি বাস পরিষেবা দিতে পারবে। তাহলে রাজ্যের জনজাতি ছাত্র-ছাত্রী ও যুবক যুবতীদের পড়াশোনা ও কর্মসংস্থানের আরো বেশি সুবিধা হবে। তারা আগামী দিন আরও বেশি এগিয়ে যেতে পারবে। এবার পরিষেবা চালু হওয়ায় জনজাতিদের মধ্যে সোমবার এক বিশেষ উচ্ছাস লক্ষ্য করা গেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য