স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ নভেম্বর : একটি চোরের গ্যাং জালে তুলল পশ্চিম আগরতলা থানার পুলিশ। পাঁচজন চোরের মধ্যে একজন রয়েছেন মহিলাও। তারা গত অক্টোবর মাসে রামনগর ১ নং রোড এলাকায় যোগেশ মজুমদারের বাড়ি থেকে স্বর্ণালংকার, নগদ অর্থ সহ অন্যান্য সামগ্রী হাতিয়ে নেয়। এ বিষয়ে এসডিপিও জানান, অক্টোবর মাসে তারা যোগেশ মজুমদারের বাড়ির লোকজনদের অনুপস্থিতিতে প্রবেশ করে স্বর্ণালংকার, টাকা পয়সা সহ অন্যান্য মূল্যবান সামগ্রী হাতিয়ে নেয়। বিকাল পাঁচটা নাগাদ যোগেশ মজুমদার বাড়িতে ফেরার পর তাদের চিহ্নিত করে বলে টাকা পয়সা এবং স্বর্ণালংকার ফিরিয়ে দেওয়ার জন্য।
কিন্তু অভিযুক্তরা কোনভাবেই টাকা পয়সা এবং স্বর্ণালংকার ফিরিয়ে দিতে চায় নি। তারপর যোগেশ মজুমদার পশ্চিম আগরতলা থানায় একটি মামলা দায়ের করেন। রবিবার পশ্চিম আগরতলা থানার পুলিশ একটি টিম গঠন করে পাঁচজনকে আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে কিছু স্বর্ণালংকার এবং নগদ অর্থ। পুলিশ আজকে তাদের আদালতে তুলে পুলিশ রিমান্ডে দাবি করবে বলে জানান। তাদের সাথে আরও কারা কারা জড়িত রয়েছে জিজ্ঞাসাবাদ চলছে। তবে পুলিশ জানতে পেরেছে তারা মানুষের বাড়িতে হানা দেওয়ার আগে লক্ষ্য রাখে সে বাড়ির লোকজন বাড়িতে উপস্থিত হয়েছে কিনা। বাড়ির লোকের অনুপস্থিতিতেই তারা চুরির ঘটনা সংঘটিত করেছে। এছাড়াও তারা অন্যান্য কোন অপরাধমূলক কার্যকলাপে জড়িত রয়েছে কিনা সেটাও তাদের জিজ্ঞাসাবাদ করে দেখা হচ্ছে বলে জানান এসডিপিও।