স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ নভেম্বর : জাগো মহিলা কমিশন জাগো- শিশু নির্যাতন, ধর্ষণ, বধু হত্যা, নারী গঠিত বিভিন্ন অপরাধের পরেও মহিলা কমিশন পুরোপুরি নির্বিকার। এমনটাই স্লোগান তোলে শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবন থেকে বিক্ষোভ মিছিলে সামিল হল সদর জেলা মহিলা কংগ্রেস কমিটি। মুখে কালো ফিতা বেঁধে এদিন বিক্ষোভ মিছিল সংঘটিত করে মহিলা কমিশনে যান মহিলার কংগ্রেস কর্মী সমর্থকরা।
সদর মহিলা কংগ্রেস সভানেত্রী জানান, চারিদিকে মহিলাদের উপর নির্যাতন চলছে। বিবস্ত্র করে মহিলাদের উপর পাশবিক লালসা মেটাচ্ছে দুর্বৃত্তরা। কিন্তু রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা ঘুমাচ্ছেন। তিনি মহিলাদের সুরক্ষা দিতে পারছেন না। তাই মহিলা কমিশনের চেয়ারপার্সনের ঘুম ভাঙ্গানোর জন্য সিদ্ধান্ত নিয়েছে সদর জেলা মহিলা কংগ্রেস। উনার কাছে দাবী থাকবে তিনি যাতে মাঠে নেমে মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য ভূমিকা গ্রহণ করেন। নাহলে আগামী দিন বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুশিয়ারি দেন তিনি। উল্লেখ্য গত কয়েকদিন আগে নারী নির্যাতনের ঘটনার খবর প্রকাশের সময় রাজ্যের মহিলা কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল স্যন্দন টিভি। মহিলা কমিশনের ব্যর্থতা খবরের মাধ্যমে প্রকাশ হওয়ার পরই এবার মহিলা কংগ্রেস প্রতিবাদে সরব হয়েছে।