স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ নভেম্বর : সূর্য্যোপাসনার জন্য প্রসিদ্ধ পার্বণ হল ছট পূজা। বৃহস্পতিবার এই পার্বণ ছট পুজো রাজ্যের বিভিন্ন স্থানের সাথে আগরতলাতেও পালিত হয়। কার্তিক মাসের শুক্ল ষষ্ঠীর বিকালে পরিবারের সবাইকে নিয়ে বাড়ির মহিলা সদস্যারা কোমর জলে দাঁড়িয়ে সূর্যদেব ও সূর্যের সহধর্মিনী ঊষা অর্থাৎ ছট মাকে অর্ঘ্য প্রদান করেন।
আবিরের রং, বাজি পটকার সাথে সাউন্ড বক্স বাজিয়ে গানের তালে তালে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে হিন্দিভাষী মানুষেদের এই উৎসব উদযাপন করতে দেখা যায়। এদিন রাজধানীর রানীর পুকুরে ছট পূজাকে কেন্দ্র করে প্রচুর মানুষের সমাগম ঘটে। মূলত ছট মায়ার সঙ্গে প্রকৃতি, জল ও বাতাসেরও পূজা করেন ব্রতিরা। আগরতলা পুর নিগমের পক্ষ থেকে ছট পূজাকে কেন্দ্র করে বিশেষ ব্যবস্থা করা হয় রানীর পুকুরে। উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, রাজ্যের মুখ্যসচিব জে.কে সিনহা সহ অন্যান্যরা। পুর নিগমের মেয়র দীপক মজুমদার ছট পূজা উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা কামনা করেন। একই সাথে সূর্য দেবতার কাছে সকলের সুখ সমৃদ্ধি কামনা করেন।