স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ নভেম্বর : বৃহস্পতিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ৯০ বছর পূর্তি উপলক্ষে রাজ্যভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আগরতলা শাখার জেনারেল ম্যানেজার সুরেন্দ্র নিধার সহ ব্যাঙ্কের অন্যান্য আধিকারিকরা। বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে এইদিনের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এক সাক্ষাৎকারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আগরতলা শাখার জেনারেল ম্যানেজার সুরেন্দ্র নিধার জানান রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ৯০ বছর পূর্ণ হয়েছে। তাই দেশের ৩০ টি স্থানে কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগরতলাতে অনুষ্ঠিত হচ্ছে রাজ্য ভিত্তিক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় যারা সফল হবে, তারা গৌহাটিটে রিজিওনাল কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। রিজিওনাল কুইজ প্রতিযোগিতায় যারা সফল হবে, তারা মুম্বাই জাতীয় স্তরের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। তিনি এই ধরনের কুইজ প্রতিযোগিতা আয়োজন করার উদ্দেশ্য সম্পর্কে তুলে ধরেন।