স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ এপ্রিল : শিল্পাঙ্গনের মত অনুষ্ঠান শিল্পীদের সমৃদ্ধ এবং উৎসাহ প্রদান করে। পাশাপাশি এ ধরনের অনুষ্ঠান শিল্পীদের মেধার বিকাশ ঘটায়। রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শিল্পাঙ্গন অনুষ্ঠানে বক্তব্য রেখে এমনটাই বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
শিল্প অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্রের ২৯ তম বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব ২০২২ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেয়র দীপক মজুমদার এদিন এই ধরনের অনুষ্ঠানের উদ্যোক্তাকে শুভেচ্ছা জানান। শিল্পীদের মধ্যে জালা থাকতে হবে। তাহলে তারা এগিয়ে যাবে। এবং তাদের ক্ষমতাকে কাজে লাগিয়ে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। এ ধরনের অনুষ্ঠান ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করে বলে জানান আগরতলা প্রেসক্লাবের সভাপতি তথা বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা।