Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যআনন্দমেলার নামে খুল্লামখুল্লা চলছে জুয়ার আসর

আনন্দমেলার নামে খুল্লামখুল্লা চলছে জুয়ার আসর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ নভেম্বর : কালীপুজোকে কেন্দ্র করে আনন্দমেলার নামে খুল্লামখুল্লা চলছে জুয়ার আসর। ধর্মনগরের বিভিন্ন বনেদি ক্লাবগুলোর আয়োজনে পাঁচদিন ব্যাপী চলে কালীপূজা। আর পূজাকে কেন্দ্র করে প্রতিটা ক্লাবেই আনন্দ মেলার আসর বসে। আর এই আনন্দমেলার আড়ালে বসছে জুয়া আসর। নির্বিকার স্থানীয় পুলিশ প্রশাসন। নিঃস্ব হচ্ছে বহু সাধারণ মানুষ। ঘটনা ধর্মনগর শহরের ডিএনবি মাঠে।

অভিযোগ আলোর উৎসব দীপাবলি উপলক্ষে উক্ত মাঠে মেলা বসানোর আয়োজন করা হয়। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে একটি চক্র কালী পূজোর প্রথম রাত থেকেই লক্ষ লক্ষ টাকার বিভিন্ন জোয়ার আসর বসায়।অথচ একেবারে ধর্মনগর থানার নাকের ডগায় এমন অবৈধ কাজ প্রকাশ্য চললেও ধর্মনগর থানার কর্তব্যরত পুলিশকর্মীরা তা বন্ধ করার কোন উদ্যোগ নেয়নি বলে অভিযোগ। কোন এক অদৃশ্য কারণে পুলিশ নীরব ছিল তা নিয়ে উঠছে প্রশ্ন। আর যার ফলে পুজো দেখতে আসা গ্রাম শহরের শত শত সাধারণ মানুষেরা জুয়া খেলে নিঃস্ব হয়ে বাড়ি ফিরতে হয়েছে। এতে অনেকের ঘরে অশান্তির আগুন জ্বলছে বলে খবর পাওয়া গিয়েছে। কালীপুজোর আড়ালে শহরের বুকে এভাবে প্রকাশ্য জুয়ার রমরমা দেখে হতবাক ধর্মনগর শহরের সচেতন মহল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য