Saturday, January 18, 2025
বাড়িরাজ্যজীবনের সফলতার চাবিকাঠি কলেজ থেকে নিয়ে যায় ছাত্রছাত্রীরা : মন্ত্রী সুধাংশু দাস

জীবনের সফলতার চাবিকাঠি কলেজ থেকে নিয়ে যায় ছাত্রছাত্রীরা : মন্ত্রী সুধাংশু দাস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ নভেম্বর : কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের উদ্যোগে বুধবার দুপুরে কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় নবীন বিদ্যার্থী উৎসব। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই নবীন বিদ্যার্থী উৎসবের উদ্ধোধন করেন মন্ত্রী সুধাংশু দাশ। উদ্ধোধনী অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের অধক্ষ্য ড: পিনাকী পাল, অধ্যাপক তরুন কুমার সিনহা, কৈলাসহর কলেজের ছাত্র ইউনিটের কনভেনার আয়ুস দেব, কলেজের প্রাক্তন ছাত্র অনুপ মজুমদার সহ অন্যান্যরা।

 বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাশ অনেকটাই আবেগ তাড়িত হয়ে যান। মন্ত্রী বলেন, আজকের ছাত্র ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ। তারা আগামী দিন সমাজ পরিচালনা করবে। ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, কলেজে বর্তমানে যারা পড়াশোনা করছেন তারা তিন বছর এই কলেজে পড়াশোনা করে শুধুমাত্র ড্রিগ্রী লাভ করে সার্টিফিকেট নিয়ে যাবে এটা তিনি বিশ্বাস করেন না। কেননা, পড়াশোনা করে প্রকৃত অর্থে জীবনে পথ চলার এবং পথকে সুগম করার অন্যতম হাতিয়ার। জীবনের সফলতার চাবিকাঠি এই কলেজ থেকে ছাত্র ছাত্রীরা নিয়ে যাবেন এটাই তিনি প্রত্যাশা করেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য