Friday, December 6, 2024
বাড়িরাজ্যবৈষম্য বিরোধী আন্দোলনের হুঁশিয়ারি প্রদেশ এন এস ইউ আই -র।

বৈষম্য বিরোধী আন্দোলনের হুঁশিয়ারি প্রদেশ এন এস ইউ আই -র।

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ নভেম্বর : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীদের জন্য ককবরক বিষয়ে রোমান লিপিতে প্রশ্নপত্র এবং উত্তরপত্র তৈরি করা হয় তার জন্য সরব হয়েছে এন এস ইউ আই। বুধবার সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে গিয়ে সভাপতি ড. ধনঞ্জয় গণচৌধুরীর সাথে দেখা করে এই দাবি উপস্থাপন করেন।

পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে সংগঠনের নেতা আমেজ হোসেন জানান, ১৯৭৯ সালে ১৯ জানুয়ারি বিধান সভায় সর্বসম্মতিক্রমে ককবরককে রাজ্যের সরকারি ভাষা হিসেবে যখন বিল পাশ করা হয়েছিল, সেখানে লিপির বিষয়টি অনোল্লেখিত ছিল। সুতরাং একতরফা ভাবে বাংলা লিপিকে ককবরকের উপর চাপিয়ে দেওয়ার কোন সাংবিধানিক বৈধতা নেই।

এবং কোন এক মহলের আধিপত্যবাদী মনস্কামনা চরিতার্থ করার লক্ষ্যেই এই অসাংবিধানিক ও অগনতান্ত্রিক কাজ এতোদিন ধরে চলে এসেছে। লিপির বিতর্ক নিরসনের উদ্দেশ্যে শ্যামা চরণ ত্রিপুরার নেতৃত্বে গঠন করা এস সি ত্রিপুরা কমিশন ও পবিত্র কমিশন। দুটো কমিশনের সুপারিশে সুস্পষ্টভাবে রোমান লিপির সপক্ষে রায় দেওয়ার পরেও ২১ বছর ধরে সেই সুপারিশ গ্রহণ করা হয়নি বিগত সরকারের আমলে এবং বর্তমান সরকারের আমলে। গত কয়েক বছরে দেখা গেছে ককবরক বিষয়ক পরীক্ষায় লিপি বাংলাতে ব্যবহার করা হয়েছে। এ নিয়ে একাধিকবার আন্দোলনে সংগঠিত হয়েছে। কিন্তু বর্তমান সরকার এবং ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ বিষয়টি গুরুত্ব দেয়নি। আজকে ডেপুটেশন প্রদান করার পর পর্ষদ সভাপতি জানিয়েছেন বিষয়টি তিনি গুরুত্ব দিয়ে দেখবেন। হাতে চার মাস সময় রয়েছে। ইতিমধ্যে যদি বিষয়টি সুনিশ্চিত করা না হয় তাহলে আগামী দিন বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করা হবে সারা রাজ্যে। এমনটাই হুশিয়ারি দিয়েছেন তথাকথিত নেতা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য