Friday, January 17, 2025
বাড়িরাজ্যটিআরবিটি-তে ডেপুটেশন প্রদান করে আন্দোলনের হুঁশিয়ারি বাম ছাত্র সংগঠনের

টিআরবিটি-তে ডেপুটেশন প্রদান করে আন্দোলনের হুঁশিয়ারি বাম ছাত্র সংগঠনের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ নভেম্বর : টি আর বি টি -র বিরুদ্ধে টেট পরীক্ষা নিয়ে তালবাহানার অভিযোগ তুলে সরব হল বাম ছাত্র সংগঠন। বুধবার সকালে এসএফআই ও টিএসইউ -র একটি প্রতিনিধি দল টিআরবিটি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করেন। এইদিন এই দুই ছাত্র সংগঠনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল শিক্ষা ভবনে গিয়ে টিআরবিটি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশন প্রদান শেষে এসএফআই-র রাজ্য সম্পাদক সন্দীপন দেব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, আগে টিআরবিটি-র অধীন বছরে দুইবার টেট পরীক্ষা নেওয়া হতো।

বর্তমানে সংশ্লিষ্ট বোর্ড অভ্যেস অনুশীলন করার ক্ষেত্রে দুর্বলতা দেখাচ্ছে। এবং আগের মতো টেট পরীক্ষা নেওয়া হয় না। ২০২২ সালে শেষভাগ টেট পরীক্ষা হয়েছিল রাজ্যে। তারপর আর কোন টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। বি এড এবং ডি এল এড কোর্স করা হাজার হাজার ছেলেমেয়ে সার্টিফিকেট হাতে নিয়ে চাকরির জন্য বসে আছেন। তারা চাইছে পরীক্ষা দিয়ে শিক্ষকতা চাকরি করতে। কারণ রাজ্যের স্কুলগুলোতেও শিক্ষক সংকট ভয়াবহ রূপ ধারণ করেছে। কিন্তু নিয়োগের কোন উদ্যোগ নিচ্ছে না সরকার। তাই এইদিন টিআরবিটি-র চেয়ারম্যানের নিকট দাবি জানানো হয়েছে বছরে কম করে দুইবার টেট পরীক্ষা নেওয়া হোক। আরো জানান তাদের দাবি পূরন না হলে আগামী দিনে তারা বৃহত্তর পরিসরে আন্দোলনে সামিল হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য