স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ নভেম্বর : শুরু হল পশ্চিম জেলা ভিত্তিক কলা উৎসব। রাজধানীর তুলসীবতি বালিকা বিদ্যালয়ে বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিম জেলা ভিত্তিক কলা উৎসবের সূচনা হয়। জেলা ভিত্তিক কলা উৎসবের সূচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, এলিমেন্টারি এডুকেশন-এর অধিকর্তা এন.সি শর্মা সহ অন্যান্যরা।
জেলা ভিত্তিক কলা উৎসবের উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন ২০১৫ সাল থেকে কলা উৎসব শুরু হয়। তারপর থেকে প্রতি বছর কলা উৎসব করা হয়ে থাকে। পুথিগত শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদেরক অন্যান্য শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তোলার একটি মঞ্চ হচ্ছে কলা উৎসব। কলা উৎসবে অংশগ্রহণের ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের উৎসাহ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। জেলা ভিত্তিক কলা উৎসব থেকে যারা নির্বাচিত হয়, তারা রাজ্য ভিত্তিক কলা উৎসবে অংশগ্রহণের সুযোগ পায়। রাজ্য ভিত্তিক কলা উৎসব থেকে যারা নির্বাচিত হয়, তারা জাতীয় স্তরে কলা উৎসবে অংশগ্রহণের সুযোগ পেয়ে থাকে।