Saturday, December 28, 2024
বাড়িরাজ্যশব্দ সন্ত্রাস রুখতে ডিজে বক্স আটক করল পুলিশ

শব্দ সন্ত্রাস রুখতে ডিজে বক্স আটক করল পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ নভেম্বর : ডিজে সাউন্ডের নামে রাজ্য জুড়ে চলছে শব্দ দূষণ। এই ডিজে সাউন্ডের বাড় বাড়ন্তে অতিষ্ঠ সাধারন মানুষ। সম্প্রতি রাজ্য বিধানসভায়ও ডিজে সাউন্ড নিষিদ্ধ করার বিষয়ে আলোচনা হয়। সরকার পক্ষ থেকে বিরোধী পক্ষ সকলে ডিজে সাউন্ডের বিরুদ্ধে মত প্রকাশ করে। তারপরও ডিজে সাউন্ডের লাগাম টানতে ব্যর্থ প্রশাসন। কিছুটা বিলম্ব হলেও এইবার ডিজে সাউন্ডের বিরুদ্ধে ময়দানে নামল আরক্ষা প্রশাসন।

 কালী পূজার দশমীতে ডিজে সাউন্ড ব্যবহার করায় সোমবার রাতে পশ্চিম আগরতলা থানার পুলিশ ডিজে সাউন্ড সিস্টেমকে বাজেয়াপ্ত করে। এবং ডিজে সাউন্ড সিস্টেমের সাথে থাকা দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পশ্চিম আগরতলা থানার ওসি জানান রাম নগর থেকে একটা পূজা কমিটি ডিজে সাউন্ড নিয়ে কালী মায়ের মূর্তি বিসর্জন দিতে যায়। মূর্তি বিসর্জন দিয়ে তারা উচ্চ মাত্রায় ডিজে সাউন্ড বাজিয়ে ফিরছিল। তখন থানার একটি অভিযোগ আসে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বাজেয়াপ্ত করা হয় ডিজে সাউন্ড সিস্টেম।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য