স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ নভেম্বর : গত ২২ অক্টোবর থেকে নিখোঁজ যুবতী। থানায় মামলা করার পরেও যুবতীকে উদ্ধার করতে পারেনি কলমচৌড়া থানার পুলিশ। অবশেষে সোমবার সকাল থেকে বিশালগড়- বক্সনগর রাস্তা অবরোধ করে প্রতিবাদে সামিল হয় গ্রামবাসী। তাদের অভিযোগ মানিক্য নগর মধ্যপাড়া থেকে সেদিন মেয়েটি নিখোঁজ হওয়ার পর সাথে সাথে থানায় অভিযোগ জানানো হয়েছিল।
তেইশ অক্টোবর ফারুক ইসলাম নামে অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। মেয়েটিকে না পেয়ে ২৬ অক্টোবর থানায় ডেপুটেশন দেওয়া হয়। পুলিশ সাত দিনের সময়ও দিয়েছিল। কিন্তু এখন পর্যন্ত মেয়েটিকে উদ্ধার করতে না পারায় রাস্তা অবরোধ করে তীব্র প্রতিবাদে সামিল হয় আমজনতা। তাদের দাবি ২৪ ঘন্টার মধ্যে মেয়েটিকে উদ্ধার করে দিতে হবে পুলিশের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে থানার ওসি। তিনি আশ্বস্ত করেন মেয়েটিকে নিয়ে ছেলেটি রাজ্যের বাইরে পালিয়ে গেছে। কিন্তু এলাকাবাসীর দাবি মেয়েটিকে অপহরণ করে নিয়েছে ছেলেটি।
অবিলম্বে মেয়েটিকে সুস্থ অবস্থায় তাদের হাতে তুলে দেওয়ার জন্য। না হলে তারা বৃহত্তর আন্দোলন শুরু করবে। এ ধরনের ঘটনা কোনভাবেই গ্রহণ করতে পারছে না এলাকার মানুষ। তাদের আরো বক্তব্য, সনাতন ধর্মের এই মেয়েটিকে যাতে পুলিশ কোন রকম রং না দেখে উদ্ধার করার ব্যবস্থা নেয়।