Wednesday, December 25, 2024
বাড়িরাজ্য২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে নতুন রূপে পাওয়া যাবে মাতা ত্রিপুরা...

২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে নতুন রূপে পাওয়া যাবে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরকে : সুশান্ত

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ নভেম্বর : শনিবার রাজ্য অতিথি শালায় রাজ্যের পর্যটন দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি পর্যালোচনা মূলক বৈঠক করেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। পর্যটন দপ্তরের পদাধিকারীদের সঙ্গে উপস্থিত ছিলেন পর্যটন ক্ষেত্রের বিভিন্ন কর্মকান্ডের সঙ্গে যুক্ত এজেন্সিগুলিও।

এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ড এর আওতাধীন উন্নয়নমূলক কাজকর্মগুলো কতটুকু এগিয়েছে কিংবা ভারত সরকারের স্বদেশ দর্শন প্রকল্পের অধীন উন্নয়নমূলক  কাজকর্মগুলো কতটুকু শেষ হয়েছে কিংবা যে সমস্ত উন্নয়নমূলক কাজগুলো এখনও শেষ হয়নি, তা কবে নাগাদ শেষ হবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয় এদিনকার এই পর্যালোচনা বৈঠকে। এই বৈঠকে আলোচনা হয় উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরকে সম্পূর্ণ নতুন রূপে পাওয়ার বিষয় নিয়ে। মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে সম্পূর্ণ নতুনরূপে পাওয়া যাবে উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরকে। মন্ত্রী সুশান্ত চৌধুরী আশা ব্যক্ত করেন নতুন রূপে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির যাত্রা শুরু করলে এই মন্দিরে আরো বেশি পরিমাণে দর্শনার্থীদের ঢল নামবে। সেই সঙ্গে ত্রিপুরা রাজ্য সামনের দিকে এগিয়ে যাবে পর্যটনের মানচিত্রে। মন্ত্রী সুশান্ত চৌধুরী আরো বলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ত্রিপুরার পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হওয়ার পর থেকে পর্যটন ক্ষেত্রে আয় অনেক গুণ বেড়েছে। তবে বাংলাদেশের বর্তমান জাতীয় রাজনীতি কিছুটা ধাক্কা দিয়েছে ত্রিপুরার পর্যটন ক্ষেত্রে।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য