Friday, December 27, 2024
বাড়িরাজ্যটি আই এস এফ -এর ডেপুটেশন

টি আই এস এফ -এর ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ নভেম্বর : প্রত্যন্ত এলাকাগুলোতে যে সমস্ত বিদ্যালয়ে রয়েছে সেখানে পঠন পাঠনের কোন পরিবেশ নেই। গবাদি পশুর আস্তানায় পরিণত হয়ে রয়েছে সেই সমস্ত বিদ্যালয়ে গুলো। প্রয়োজনীয় বেঞ্চ নেই। নেই বৈদ্যুতিক পাখার ব্যবস্থা। প্রচন্ড পরিমানে ঘাটতি রয়েছে বিশুদ্ধ পানীয় জল পরিসেবার। এই সমস্ত অভিযোগ গুলো নিয়ে শুক্রবার রাজভবনে গেলেন টি আই এস এফ -এর একটি প্রতিনিধি দল।

রাজ্যপালের হাতে স্মারকলিপি তুলে দেয়। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন টিআইএসএফ-এর সভাপতি সারজা দেববর্মা। তিনি জানান জনজাতি এলাকায় বহু স্কুল রয়েছে, যেই গুলি নামে স্কুল। এই সকল স্কুলে নেই পর্যাপ্ত বেঞ্চের ব্যবস্থা। নেই বিদ্যুৎ ও পানীয় জলের ব্যবস্থা। বেহাল অবস্থার মধ্যে চলছে স্কুল গুলি। নেই পর্যাপ্ত পরিমাণে শিক্ষক। বহু ছাত্র-ছাত্রী রয়েছে , যাদের পক্ষে বই ক্রয় করা সম্ভব নয়। তাই প্রতিটি স্কুলে একটি লাইব্রেরীর দাবি জানানো হয়েছে। রাজ্যপাল জানিয়েছেন তিনি নিজে স্কুল গুলি পরিদর্শন করবেন। এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য