স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ অক্টোবর : প্রতিবছর টেট পরীক্ষা গ্রহণ করার নিয়ম থাকলেও গ্রহণ করা হচ্ছে না টেট পরীক্ষা। ২০২২ সালে শেষবার টেট পরীক্ষা গ্রহণ করা হয়। এতে হতাশ বি এড এবং ডি এল এড ডিগ্রিধারী বেকাররা। বুধবার তাদের একটি প্রতিনিধি দল টি আর বি টি অফিসে গিয়ে দপ্তরের অধিকর্তার সাথে দেখা করেন। কিন্তু আশা অনুরূপ সাড়া না পেয়ে শেষ পর্যন্ত তারা সিটি সেন্টারের সামনে বিক্ষোভে সামিল হয়।
তাদের বক্তব্য প্রতিবছর দুবার টেট পরীক্ষা নেওয়ার নিয়ম রয়েছে। দেশের অন্যান্য রাজ্যে সে নিয়ম অনুযায়ী টেট পরীক্ষা গ্রহণ করে শিক্ষকতার শূন্যপদ পূরণ করা হচ্ছে। কিন্তু একমাত্র ত্রিপুরা রাজ্যেই লক্ষ্য করা যাচ্ছে শিক্ষক সংকট থাকার পরেও সরকার শূন্যপদ পূরণ করার জন্য টেট পরীক্ষা গ্রহণ করছে না। টিআরবিটি কর্তৃপক্ষ প্রস্তুত থাকলেও পরীক্ষা নেওয়ার অনুমোদন দিচ্ছে না সরকার। চাকরি প্রত্যাশী বেকারদের বক্তব্য অধিকর্তা তাদের জানিয়েছেন, জেলা প্রশাসন প্রস্তুত না থাকায় রাজ্য সরকার নিয়োগ বোর্ডকে পরীক্ষা গ্রহণ করার জন্য অনুমতি দিচ্ছে না। সরকারের সবুজ সংকেত পেলে তারা সাথে সাথেই নোটিফিকেশন জারি করে পরীক্ষা গ্রহণ করতে প্রস্তুত।
এবং এ নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ করতে চার থেকে পাঁচ মাস সময়ের প্রয়োজন। কিন্তু সরকারের কাছ থেকে বছরের এই শেষ সময়েও পরীক্ষা গ্রহণ করার কোনো রকম নির্দেশ পাওয়া যাচ্ছে না। তাই নিশ্চিত ২০২৪ সালেও টেট পরীক্ষা হচ্ছে না। তারা দাবি করেন দ্রুত যাতে এ বছরের মধ্যেই নটিফিকেশন বের করে পরীক্ষার গ্রহণ করার জন্য প্রস্তুতি নেওয়া হয় টিআরবিটি কর্তৃপক্ষ। এই বিষয়টা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী ডাঃ মানিক সাহার গোচরে যাতে যায় সে বিষয়ে সংশ্লিষ্ট নিয়োগ বোর্ডের অধিকর্তার আহ্বান জানানো হয়েছে বলে জানান তারা ডিগ্রিধারী বেকাররা। নাহলে ২০২৫ সালে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে। এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন হতাশ বেকার মহল।