স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ অক্টোবর : পূজা মরশুমে তীব্র জল সংকটের শিকার স্মার্ট সিটির দক্ষিণাঞ্চল সহ আশপাশ এলাকার মানুষ। দুর্গাপূজার আগে থেকেই শহর দক্ষিণাঞ্চলে ডিপ টিউবওয়েল মাধ্যমে দিনের দুবেলা জল দেওয়া নিয়ে তালবাহানা চলছে। লক্ষী পূজার সময়ও এ ধরনের তালবাহানা হয়েছে সহ দক্ষিণাঞ্চলে। এবার দীপাবলীর দুদিন আগে মুখ থুবড়ে পড়ল পানীয় জল পরিষেবা। ২৮ অক্টোবর সকাল থেকে শহর দক্ষিণাঞ্চলের মানুষের মিলছে না পানীয় জল।
মঙ্গলবার এ বিষয় নিয়ে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়েছেন মিলন সংঘ জল বিভাগ অফিসের ইঞ্জিনিয়ার অলক দে। তিনি জানিয়েছেন, ২৮ অক্টোবর বড়দোয়ালি জলের ট্যাঙ্কে লাইন এবং শিশু বিহারের ডেলিভারি লাইন রয়েছে তার মধ্যে যান্ত্রিক যোগাযোগ হয়েছে। সমস্যা সৃষ্টি হওয়ার সাথে সাথে কাজে হাত লাগানো হয়েছে। দিনরাত কাজ চলছে। মঙ্গলবার রাত নয়টার মধ্যে কাজ সম্পন্ন করার চেষ্টা চলছে। তাহলে বুধবার সকালে শহরের সাউথ জোন, সেন্ট্রাল জোন, শিশুদের এলাকার সহ অন্যান্য এলাকায় জল মিলবে। তিনি আরো জানিয়েছেন, বড়দোয়ালি প্লান্ট থেকে শিশু বিহার ওভার ট্যাংকে জল ডেলিভারি হয়। তাই রামনগরের আশপাশ এলাকার মানুষ সমস্যায় পড়েছে। যান্ত্রিক গোলযোগ হওয়ার সাথে সাথেই বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। দ্রুততার সাথে কাজ সম্পন্ন করে মানুষকে কিভাবে পরিষেবা দেওয়া যায় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে।