Wednesday, January 22, 2025
বাড়িরাজ্যহোস্টেলে ছাত্রীদের তালা বন্দী করে অভিভাবকের কাছ থেকে মোটা অংক দাবি করলেন...

হোস্টেলে ছাত্রীদের তালা বন্দী করে অভিভাবকের কাছ থেকে মোটা অংক দাবি করলেন কর্তৃপক্ষ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ অক্টোবর : রাজধানীর উত্তম ভক্ত চৌমুহনি এলাকায় গড়ে উঠেছে রাজ রাজেশ্বরী নার্সিং এন্ড সাইন্স কলেজ। এইবার এই নার্সিং প্রতিষ্ঠানের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। এই নার্সিং প্রতিষ্ঠানের হোস্টেলে তালা বন্দি করে রাখা হয় পড়ুয়াদের। শুধু তাই নয় বিভিন্ন সময় এই নার্সিং প্রতিষ্ঠানের পড়ুয়াদের উপর মানসিক চাপ দিয়ে থাকে বলেও অভিযোগ। অভিভাবকরা তাদের সন্তানের সাথে দেখা করতে আসলে দেওয়া হয় না দেখা করতে।

 সোমবারও ঘটে এই ধরনের ঘটনা। এক অভিভাবক জানান ওনার মেয়ে রাজ রাজেশ্বরী নার্সিং এন্ড সাইন্স কলেজে পড়াশুনা করে। সেই সুবাদে কলেজের হোস্টেলে থাকে ওনাদের মেয়ে। সোমবার ওনারা মেয়ের সাথে দেখা করতে আসেন। কিন্তু কলেজে গিয়ে দেখতে পান ওনার মেয়েকে হোস্টেলে তালা বন্দি করে রাখা হয়েছে। দীর্ঘ তিন ঘণ্টা সময় ধরে অপেক্ষা করছেন। কিন্তু হস্টেলের তালা খুলে দেওয়া হয় নি। অনৈতিক ভাবে পড়ুয়াদের কাছ থেকে অর্থ আদায়েরও অভিযোগ করেন অভিভাবকরা। এক মহিলা জানান রাজ রাজেশ্বরী নার্সিং এন্ড সাইন্স কলেজ কর্তৃপক্ষ পড়ুয়াদের কাছ থেকে অর্থ আদায় করে। যার থেকে যেমন খুশি অর্থ আদায় করে। পড়ুয়ারা অসুস্থ থাকার কারনে ক্লাসে উপস্থিত হতে না পারলে তার জন্য জরিমানা করা হয়।

অর্থ পড়ুয়াদের ভর্তি করার পূর্বে কলেজ কর্তৃপক্ষ এই সকল বিষয়ে কোন কিছু জানায় নি। রবিবার কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে পড়ুয়াদের অভিভাবকদের মেসেজ করে জানানো হয় সোমবার অভিভাবকদের নিয়ে মিটিং করা হবে। সেই মোতাবেক এইদিন অভিভাবকরা কলেজে এসেছেন। কিন্তু কলেজে এসে দেখতে পান কলেজের এমডি-র দেখা নেই। দুদিন পর কলেজের পড়ুয়াদের পরীক্ষা। পরীক্ষার দুইদিন পূর্বে জরিমানার নাম করে হয়রানি করা হচ্ছে পড়ুয়াদের অভিভাবকদের। এই নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে অভিভাবকদের মধ্যে। রাজ্যে এই ধরনের আরও বহু নার্সিং প্রতিষ্ঠান বেসরকারি ভাবে গড়ে উঠেছে। এই সকল নার্সিং প্রতিষ্ঠানের প্রতি সরকারের কোন নজরদারি নেই। তাই দাবি উঠেছে সরকার এই সকল বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানের প্রতি নজর দিক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য