স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ অক্টোবর : বেসরকারি টেলিকম সংস্থার সার্ভের কাজে রাজ্যে এসে ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হলেন বিহারের এক ইঞ্জিনিয়ার। বর্তমানে আহত ইঞ্জিনিয়ার জিবি হাসপাতালে চিকিৎসাধীন। তার নাম বিশাল কুমার। আহত ইঞ্জিনিয়ার জানান, রবিবার বিশাল কুমার রেল দিয়ে আগরতলায় এসে আগরতলা বাধারঘাট রেলস্টেশন থেকে ঊষা বাজার যাওয়ার উদ্দেশ্যে অটো রিজার্ভ নেয়। তারপর অটো গাড়ি চালক অরুন্ধতী নগর এলাকায় গিয়ে গাড়ি থামিয়ে ইঞ্জিনিয়ার বিশাল কুমারকে কথার ফাঁদে ফেলে সংজ্ঞা হারানোর ঔষধ মিশিয়ে চা খাওয়ায়।
কিছুক্ষণ পর সংজ্ঞা হারিয়ে ফেলেন বিশাল কুমার। তারপর তাকে একটি জঙ্গলে নিয়ে যায়। অটো গাড়িতে আগে থেকে ছিল আরো এক যুবক। জঙ্গলে নিয়ে তাকে গাড়ি থেকে নামানো হয়। সেখানে আগে থেকেই ছিল আরো তিনজন যুবক। তারপর পাঁচজন মিলে তাকে রড এবং মোবাইলের স্টিক দিয়ে বেধড়ক মারধর করে তার কাছ থেকে মোবাইল ফোন, নগদ অর্থ সহ পোষাক পর্যন্ত ছিনিয়ে নেয়। তারপর তাকে জিরানিয়া এলাকায় নিয়ে ছেড়ে দেয়। সেখানে ইঞ্জিনিয়ার বিশাল কুমার স্থানীয়দের কাছে সহযোগিতা চান। স্থানীয়রা সাথে সাথে দমকল কর্মীদের খবর দেয়।
দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় জিরানিয়া হাসপাতালে। জিরানিয়া হাসপাতাল থেকে তাকে রেফার করা হয় জিবি হাসপাতালে। সোমবার জিবি হাসপাতালে এসে বিশাল কুমারের বয়ান জিরানিয়া থানার পুলিশ। পুলিশ জানায় ঘটনা তদন্ত চলছে। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। দেখার বিষয় পুলিশ অভিযুক্তদের জালে তুলতে সক্ষম হয় কিনা।