Wednesday, December 4, 2024
বাড়িরাজ্যভিলেজ কমিটির নির্বাচনকে আইপিএফটি -র বৈঠক

ভিলেজ কমিটির নির্বাচনকে আইপিএফটি -র বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ অক্টোবর : ভোট আসলেই ভোট পাখি হয়ে যায় আইপিএফটি। ভোটের কয়েক মাস আগে থেকে নিজেদের অস্তিত্বের জানান দিতে থাকে। একই প্রথা অবলম্বন করতে চাইছে ভিলেজ কমিটির নির্বাচনের আগে। ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে থেকে সোমবার অনুষ্ঠিত হয় আইপিএফটি দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির বৈঠক।

আগরতলা প্রেস ক্লাবে এইদিনের বৈঠকে উপস্থিত ছিলেন আইপিএফটি দলের সভাপতি প্রেম কুমার রিয়াং, সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা, সহকারী সাধারন সম্পাদক তথা মন্ত্রী শুল্কাচরন নোয়াতীয়া সহ অন্যান্যরা। এইদিনের বৈঠকে দলের সাংগঠনিক বিষয়ের পাশাপাশি রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দলের এক নেতৃত্ব জানান এইদিনের বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে আইপিএফটি দলের প্রতিটি ডিভিশনকে নির্দেশ দেওয়া হয়েছে রিজিওনাল কমিটি ১০ নভেম্বরের মধ্যে গঠন করার জন্য। এই বিষয়টি দেখার জন্য এইদিন একটি কমিটি গঠন করা হয়েছে। ৪ ডিসেম্বর খুমুলুং-র বড় ধরনের একটি জনসভা করা হবে। ভিলেজ কমিটির নির্বাচন ঘোষণার পর দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির কনফারেন্স করার বিষয়েও এইদিনের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য