স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ অক্টোবর : বাংলাদেশে পাচারকালে উদ্ধার বাইক। সোমবার ভোরে গভীর জঙ্গল থেকে পালসার বাইকটি উদ্ধার করলো মধুপুর থানার পুলিশ। বর্তমানে মধুপুর থানার পুলিশের হেফাজতে রয়েছে উদ্ধার হওয়া পালসার বাইকটি।
জানা যায় গোপন সংবাদের উপর ভিত্তি করে মধুপুর থানার পুলিশ অরবিন্দনগর এলাকার গভীর জঙ্গল থেকে TR-01AQ-9311 নাম্বার পালসার বাইকটি উদ্ধার করে। মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জী জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাইকটি উদ্ধার করা হয়েছে। অরবিন্দনগর জঙ্গল থেকে বাইকটি উদ্ধার করা হয়েছে। রাজ্যের বিভিন্ন থানায় বাইক উদ্ধারের বিষয়ে মেসেজ পাঠানো হয়েছে বলে জানান তিনি।