স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ অক্টোবর : তেলকাজলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা। সময়মতো অঙ্গনওয়াড়ি সেন্টার খোলা হয় না, খাবারের পাত্রে ইঁদুর ছুটাছুটি করছে এবং সময়মতো চাল ডাল বন্টন করা হয় না। সব মিলিয়ে এক প্রকার ভাবে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়ে আছে। এলাকাবাসীর অভিযোগ, সোনামুড়া মহকুমার অন্তর্গত মোহনভোগ আর ডি ব্লকের অন্তর্গত তেলকাজলা গ্রাম পঞ্চায়েত এলাকার অঙ্গনওয়াড়ি সেন্টারটি দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত।
নজর নেই সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের। ওই অঙ্গনওয়াড়ি সেন্টারটি প্রায় প্রতিদিনই সরকারি সময় অনুযায়ী খোলা হয় না। এই অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মী মলিনা নাথ মজুমদার নিজের মর্জি মাফিক অঙ্গনওয়াড়ি সেন্টারের তালা খুলেন বলে অভিযোগ। শুধু তাই নয় দেখা গেছে অঙ্গনওয়াড়ি সেন্টারের ভেতরে যে জায়গায় ছাত্রছাত্রীদের খিচুড়ি রান্নার চাল রাখা হয়েছে।
সেই চালের পাত্রে ইঁদুর পড়ে রয়েছে। কিন্তু সেদিকে নজর নেই অঙ্গনওয়াড়ি কর্মী মলিনা নাথ মজুমদারের। ইঁদুর পড়া চালই ছাত্র-ছাত্রীদের রান্না করে খিচুড়ি খাওয়াচ্ছেন তিনি। এমনটাই অভিযোগ অঙ্গনারী কর্মীর বিরুদ্ধে। এলাকার অভিভাবকদের অনেকেরই দাবি যে চাল দিয়ে ছাত্রছাত্রীদের খিচুড়ি খাওয়ানো হচ্ছে সেই খিচুড়ি খেলে ছাত্রছাত্রীরা অসুস্থ হতে পারে। তাই স্থানীয় এলাকাবাসীদের দাবি সংশ্লিষ্ট দপ্তর যেন এই অঙ্গনওয়াড়ি সেন্টারের দিকে নজর দিয়ে সমস্যা সমাধান করার ব্যবস্থা করে। অঙ্গনওয়াড়ি কর্মী মোলিনা নাথ মজুমদারের বক্তব্য বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে অঙ্গনওয়াড়ি সেন্টারটি। পুরোপুরি ডুবে গিয়েছিল অঙ্গনওয়াড়ি সেন্টার। তারপর দীর্ঘদিন পর অঙ্গনওয়াড়ি সেন্টারটি খোলার পর যতটা চাল ডাল ছাত্রছাত্রীদের বিতরণের কথা ততটাই একসাথে তিনি বন্টন করে দিয়েছেন। আর চালের ড্রাম মধ্যে ইঁদুর থাকার বিষয়ে তিনি জানিয়েছেন, চালের ড্রাম নষ্ট হয়ে যাওয়ার ইঁদুর ঢুকে গেছে। এ বিষয়ে তিনি আগামী দিন লক্ষ্য রাখবেন।