স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ অক্টোবর : এমবিবি স্টেডিয়ামে ত্রিপুরা বনাম মুম্বাই রঞ্জি ম্যাচ চলছে। এই খেলা দেখতে গিয়ে বাধার মুখে পড়েন রাজ্যের প্রাক্তন রঞ্জি খেলোয়াড় প্রনব দেবনাথ। তিনি এক প্রকার ক্ষোভ ও অপমানে চোখের জল ফেলে বাড়িতে ফিরে যান। এই ঘটনা প্রকাশ্যে আসার পর প্রতিবাদে সরব হয় সদর জেলা কংগ্রেস।
এইদিন টি.সি.এ অফিসের সামনে সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। সদর জেলা কংগ্রেস সভাপতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করেন টিসিএ দুর্নীতিবাজ ও মাফিয়াদের আতুর ঘরে পরিণত হয়েছে। কিছুদিন পূর্বে দেখা গেছে টিসিএ-এর দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও অস্ত্রের আস্ফালন। ফলে প্রতিভাবান খেলোয়াড়রা বঞ্চিত হচ্ছে। ত্রিপুরা বনাম মুম্বাই রঞ্জি ম্যাচ দেখতে গিয়ে অপমানিত হন রাজ্যের প্রাক্তন রঞ্জি খেলোয়াড় প্রনব দেবনাথ। ওনাকে মাঠ থেকে বের করে দেওয়া হয়েছে। এই ঘটনার ধিক্কার জানান তিনি। তবে আশ্চর্যের জনক বিষয় হলো এদিন পুলিশের ভূমিকা নিয়ে। কংগ্রেসের বিক্ষোভ মিছিল ঘিরে যখন টিসিএ -র সামনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল তখন একজন সাব ইন্সপেক্টরকে লক্ষ্য করা গেছে কালো চশমা পরিধান করে তিনি স্মার্ট হওয়ার চেষ্টা করছেন।
পরিস্থিতির সামাল দেওয়ার কোন প্রচেষ্টাই নেই এই তথাকথিত পুলিশ অফিসারের। এমন পুলিশকর্মী দ্বারা শহরের পরিস্থিতির কতটা নিয়ন্ত্রণে থাকবে সেটাই এখন মুখ্য বিষয়। কারণ একজন পুলিশ অফিসারের সে সময় দায়িত্ব হয় পরিস্থিতি সচেতনতার সাথে নিয়ন্ত্রণে রাখা। যাতে কোন প্রতিষ্ঠানের উপর বা ব্যক্তিগত আক্রমণ না হয়। সেই জায়গায় দেখা গেছে তথাকথিত অফিসার পরিস্থিতি সামাল না দিয়ে নিজেকে স্মার্ট করার চেষ্টা করছেন।