Saturday, February 15, 2025
বাড়িরাজ্যরাজ্যবাসীকে সমান চোখে দেখার মানসিকতা রাখুন, তোপ বিপ্লব দেবের

রাজ্যবাসীকে সমান চোখে দেখার মানসিকতা রাখুন, তোপ বিপ্লব দেবের

দুর্গাপুর, ৮ এপ্রিল (হি. স.) : ‘ বাংলায় রাজনীতির রং দেখে সরকারি সুবিধা দেওয়া হয়। বিরোধীদের বঞ্চনা করা হয়। তাই তৃণমূল ও বাংলার মুখ্যমন্ত্রীকে বলছি রাজ্যবাসীকে সমানচোখে দেখার মানসিকতা রখুন।’ শুক্রবার আসানসোল লোকসভায় দলীয় প্রার্থীর প্রচারে এসে অন্ডাল বিমানবন্দরে এভাবে তোপ দাগলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

উল্লেখ্য, ত্রিপুরার নির্বাচনে র‍্যাগিং ও সন্ত্রাসের অভিযোগ তুলেছিল তৃণমূল। এখনও পশ্চিমবাংলার নির্বাচনে সেই প্রসঙ্গে টানে তৃণমূল। তৃণমূলের এই মন্তব্য প্রসঙ্গে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন,”ত্রিপুরাকে ছোট করবেন না, অপমানও করবেন না। ত্রিপুরায় কিভাবে ভোট হয়, ত্রিপুরার মানুষ জানে। কিছুদিন আগে রাজ্যসভার ভোট হয়েছে। বিধায়করা ভোট দিয়েছে।”

 তিনি আরও বলেন,” দেশের প্রধানমন্ত্রী সব রাজ্যকে সমান ভাবে দেখেন। তাছাড়া নরেন্দ্র মোদী সব নেতাকে সমানভাবে দেখেন। তাই আজ বিপ্লব দেবকে মানুষ চিনেছে জেনেছে।” তিনি আরও বলেন,” সরকারি সুবিধা প্রদানেও এরাজ্যে রাজনীতির রং দেখে তৃণমূল সরকার। তাই তৃণমূল ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছি, রাজ্যবাসীকে সমান চোখে দেখুন।” রাজ্যের আইনশৃঙ্খলা ও আদালতের নির্দেশে সিবিআই তদন্ত প্রসঙ্গে বিপ্লব দেব বলেন,” আদালতকে সম্মান করা উচিত। আদালতের নির্দেশ সর্বোপরি। রাজ্যের আইনশৃঙ্খলায় বিশ্বাস নেই। যেখানে বার বার রাজ্যের আইনশৃঙ্খলায় আদালতকে হস্তক্ষেপ করতে হয়। প্রশ্ন আমরা তুলছি না। রাজ্যের আইনব্যাবস্থা তুলছে।” 

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য