আগরতলা, ৮ এপ্রিল (হি. স.) : আয়ের সাথে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় অভিযুক্ত প্রাক্তন বিধায়ক তথা সিপিএম নেতা পবিত্র করের বিরুদ্ধে ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ চার্জশিট জমা দিয়েছে। ইতিপূর্বে তাঁকে একাধিকবার জেরা করা হয়েছে। এখন পুলিশ তাঁকে যেকোন দিন গ্রেফতার করতে পারে বলে সূত্রের খবরে জানা গেছে।
বাম জমানায় সিপিএম নেতারা প্রচুর অর্থের মালিক হয়েছেন। বিত্ত, বৈভবে তাঁরা অসম্ভব অহংকারীও হয়ে উঠেছিলেন। ফলে, ত্রিপুরায় বামফ্রন্ট সরকারের পতন হবে না, তাঁদের বদ্ধমুল ধারণা ছিল। কিন্তু, সরকার পরিবর্তন হওয়ার পর দুর্নীতিবাজদের খুঁজে বের করার কাজ শুরু হয়েছে।সিপিএম নেতা পবিত্র করের বিরুদ্ধে আয়ের সাথে সঙ্গতিহীন সম্পত্তি মামলা রুজু হওয়ার পর থেকে তিনি নিজেকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলে দাবি করে আসছেন। ক্রাইম ব্রাঞ্চের সাথে তাঁর বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্তও চলছে। ইতিপূর্বে একাধিকবার ক্রাইম ব্রাঞ্চ তাঁকে জেরা করেছে। এখন তাঁর বিরুদ্ধে ক্রাইম ব্রাঞ্চ চার্জশিট জমা দিয়েছে। ফলে, খুব শীঘ্রই তিনি গ্রেফতার হতে পারেন, এমনটা মনে করা হচ্ছে।