Saturday, December 7, 2024
বাড়িরাজ্যকাউন্সিলরের সামনে টুয়েপের শ্রমিকদের উপর আক্রমণ ক্লাবের মাতব্বরদের

কাউন্সিলরের সামনে টুয়েপের শ্রমিকদের উপর আক্রমণ ক্লাবের মাতব্বরদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ অক্টোবর : সুশাসন জামানায় আবারো সংবাদ মাধ্যমের শিরোনাম দখল করল আগরতলা পুর নিগমের ৫ নং ওয়ার্ড। শনিবার ওয়ার্ডের অন্তর্গত ৭৯ টিলা এলাকায় টুয়েপের কাজ করার সময় জ্যোতির্ময় কলোনি মেমোরিয়াল ক্লাবের কিছু নেতা এবং তাদের সাঙ্গ পাঙ্গরা কাউন্সিলর লতা নাথের উপস্থিতিতে আক্রমণ করে শ্রমিকদের উপর। পরবর্তী সময় শ্রমিকরা সংঘবদ্ধভাবে অভিযোগ জানাতে আসে এনসিসি থানায়।

পুলিশ তাদের আশ্বস্ত করে বিষয়টি দেখবে। শ্রমিকদের অভিযোগ এলাকার একটি মন্দিরের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় জ্যোতির্ময় কলোনি মেমোরিয়াল ক্লাবের আশিস আচার্যী, মেহির দাস ও বাবুল সরকার নামে কয়েকজন ব্যক্তি এসে তাদের ধমকাতে শুরু করে, কেন আগে ক্লাবের ভেতর খারাপ পরিষ্কার-পরিচ্ছন্ন করতে যায়নি। তখন শ্রমিকরা তাদের জানায় এলাকার মন্দিরের চারপাশ পুরস্কার পরিচ্ছন্ন করে তারা ক্লাবটি পরিষ্কার করতে যাবে।

তারপরেই উত্তেজিত হয়ে উঠে ক্লাবের মাতব্বররা। কাউন্সিলর লতা নাথের সামনে আশিস আচার্যী, মিহির দাস এবং বাবুল সরকার সমীর দেবনাথ নামে এক শ্রমিককে ধাক্কা দেয়। তারপর নাড়ু দেব নামে অপর এক শ্রমিক এগিয়ে আসলে তাকেও ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তারপর সমস্ত মহিলা শ্রমিকরা এগিয়ে আসলে তাদের ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় অভিযুক্ত ক্লাবের কর্মকর্তারা। এবং প্রাননাশের হুমকি দেয় সমীর দেবনাথ নামে শ্রমিককে বলে অভিযোগ। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে শ্রমিকরা। তাদের দাবি বিষয়টি মেয়র নিজে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে যাতে আইনি ব্যবস্থা গ্রহণ করে। তবে প্রশ্ন হল একজন কাউন্সিলরের সামনে কিভাবে এতটা সাহস পেল ক্লাব কর্তৃপক্ষ? পেছনে কি অন্য কৌশল প্রশ্ন শ্রমিকদের? কারণ এই ওয়ার্ডের নেতৃত্বের বিরুদ্ধে আজও অভিযোগ উঠেছিল। এবার যে অভিযোগ ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে সামনে এসেছে তা অত্যন্ত নিন্দনীয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য