Friday, November 8, 2024
বাড়িরাজ্যদীপাবলি উপলক্ষে মাটির প্রদীপ কিনলেন মুখ্যমন্ত্রী

দীপাবলি উপলক্ষে মাটির প্রদীপ কিনলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ অক্টোবর : শুদ্ধ পঞ্জিকা অনুযায়ী আগামী ৩১ অক্টোবর দীপাবলি। হিন্দু শাস্ত্র মতে পঞ্জিকায় কার্তিক মাসে অমাবস্যাতে দীপাবলি অনুষ্ঠিত হয়। এদিন চারদিকে অন্ধকারের উপর আলোর বিজয় উৎসব করা হয় প্রদীপ জ্বালিয়ে। যুগ যুগ ধরে এই নিয়ম পালন করে আসছে সব ধর্মের মানুষ। ভারতের বাইরেও বিশ্বের অন্যান্য দেশে মাটির প্রদীপ জ্বালিয়ে দীপাবলি পালন করা হয়। দীপাবলির নামটি অর্থ হলো প্রদীপের সমষ্টি। বিশেষ করে ত্রিপুরা রাজ্যে মানুষ ঘরে ঘরে ছোট মাটির প্রদীপ সারিবদ্ধভাবে জ্বালিয়ে ভগবানকে গৃহে বরণ করে নেয়।

শনিবার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা রাজধানীর কুমোর পাড়ায় গিয়ে কয়েকটি বাড়িতে যান। পাশাপাশি মৃৎ শিল্পীদের সাথে কথা বলেন। তারপর মুখ্যমন্ত্রী তাদের কাছ থেকে মাটির প্রদীপ ক্রয় করেন। সংবাদ মাধ্যমকে মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘ভোকাল ফর লোকাল’ আহ্বানের সাড়া দিয়ে, ত্রিপুরা রাজ্যের স্থানীয় ভাবে উৎপাদিত অন্যতম মৃৎশিল্পীদের  পণ্য। অত্যাধুনিক উপায়ে উৎপাদিত তাঁদের পণ্য এখন আগের তুলনায় আরো দৃষ্টিনন্দন হয়েছে। দীপাবলিতে সকলকে রাজ্যের মৃৎশিল্পীদের উৎপাদিত পণ্য ক্রয় করার আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, মৃৎ শিল্পীদের সাথে কথা বলে তিনি অত্যন্ত খুশি। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আত্মনির্ভর ত্রিপুরা এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার কথা বলছেন। সে দিশায় চলছে ত্রিপুরা। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে দীপাবলীর শুভেচ্ছা জানান। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন স্থানীয় কার্যকর্তারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য