স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ অক্টোবর : ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার, ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় চাকুরি মেলা।
অফিস লেন স্থিত শ্রম ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই চাকুরি মেলা। মূলত বেসরকারি কোম্পানি ও সংস্থায় লোক নিয়োগের জন্য এই চাকুরি মেলার আয়োজন করা হয়। এইদিনের চাকুরি মেলায় সকাল থেকে কর্মপ্রার্থীরা ভিড় জমায়। ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের এক আধিকারিক জানান ওরাঙ্গাবাদের একটি কোম্পানি ১৫০ টি পদের জন্য লোক নিয়োগ করবে এইদিন। যাদের নিয়োগ করা হবে তাদেরকে মহারাষ্ট্রের ওরাঙ্গাবাদে যেতে হবে বলে জানান তিনি।